পনির বিরিয়ানী(paneer biriyani recipe in Bengali)

Romi Chatterjee
Romi Chatterjee @cook_23372515

#প্রিয় লাঞ্চ রেসিপি

পনির বিরিয়ানী(paneer biriyani recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2জনের জন্য
  1. 200 গ্রামবাসমতি চাল
  2. 100 গ্রামপনির
  3. 3টে তেজপাতা
  4. 1টা টমেটো
  5. 4টে কাঁচা লঙ্কা
  6. 2টা লবঙ্গ
  7. 2টা ছোট এলাচ
  8. 1/2দারচিনি
  9. 3 চা চামচটক দই
  10. 1 চা চামচআদাবাটা
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. প্রয়োজন অনুযায়ীচিনি
  13. প্রয়োজন অনুযায়ীবিরিয়ানি মশালা
  14. 1 চা চামচগোলাপ জল
  15. 1/2 চা চামচকেওড়া জল
  16. 1 ফোঁটামিঠা আতর
  17. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  18. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  19. 1/2 চা চামচজিরা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    আগে চালটাকে তেজপাতা ও গরম মসলা দিয়ে সেদ্ধ করে নিয়ে রাখতে হবে তারপর পনির ছোট ছোট করে কেটে নিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে

  2. 2

    তারপর টমেটো, কাঁচা লঙ্কা ও আদা একসাথে বেটে নিয়ে ভাজতে হবে এরপর একে নুন, চিনি টক দই ও ভেজে রাখা পনির, জিরা পাউডার, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ।

  3. 3

    এরপর একটা তলাভারি পাত্রের নিচে তেল মাখিয়ে ভাতের পরত সাজিয়ে বিরিয়ানি মশালা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ওপরে পনির গুলো সাজিয়ে দিয়ে এক ফোঁটা মিঠা আতর দিতে হবে

  4. 4

    তারপর ওই একই ভাবে আর একটা পরত সাজিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ অল্প আঁচে রাখতে হবে তারপর তৈরি পনির বিরিয়ানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Romi Chatterjee
Romi Chatterjee @cook_23372515

Similar Recipes