কাতলা রেজালা (katla rezala recipe in Bengali)

Uma Pandit
Uma Pandit @fupi_1975

#প্রিয় লাঞ্চ রেসিপি রোজকার একঘেয়েমি মাছের ঝোল থেকে একটু অন‍্যধরনের সুস্বাদু ও শাহী ঘরনার স্বাদের জন্য একদম আদশ' । খেতে ও অত্যন্ত সুস্বাদু ।।

কাতলা রেজালা (katla rezala recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি রোজকার একঘেয়েমি মাছের ঝোল থেকে একটু অন‍্যধরনের সুস্বাদু ও শাহী ঘরনার স্বাদের জন্য একদম আদশ' । খেতে ও অত্যন্ত সুস্বাদু ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
  1. ৫০০ গ্রাম কাতলা মাছ (এই রান্না টার জন্য মাছটিকে বড় সাইজের হবে)
  2. ১/২ কাপ সেদ্ধ পেয়াজবাটা
  3. ১ চা চামচ আদা রসুন বাটা
  4. ১ কাপ টকদই
  5. ৩চা চামচপোস্ত বাটা
  6. ২ চা চামচকাজুবাদাম বাটা
  7. ২চা চামচ কাঁচালঙ্কা বাটা
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১চা চামচচিনি
  10. ১ চা চামচ গরমমশলা গুঁড়ো
  11. ৪টেবিল চামচ সাদাতেল
  12. ২ টেবিল চামচ ঘি
  13. ১/২চা চামচ গোলাপ জল
  14. ২ টো তেজপাতা
  15. ৪ টে শুকনোলঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে অল্প পরিমাণ নুন ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে । তারপর তেল গরম করে হাল্কা করে ভেজে নিতে হবে ।

  2. 2

    এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনোলঙ্কা ফোড়ন দিতে হবে ।

  3. 3

    এবার পেয়াজবাটা, আদা রসুন বাটা, কাচালঙ্কা বাটা একসাথে মিশিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিতে হবে । গ‍্যাসটাকে একদম আস্তে করে রাখতে হবে ।

  4. 4

    এবার এর মধ্যে টকদই, কাজুবাদাম বাটা, পোস্তবাটা, নুন ও চিনি ও ১/২ কাপ জল দিয়ে ভালো করে মেশাতে হবে ।

  5. 5

    উপর থেকে ২ টো কাচালঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট একদম কম ফ্লেমে রান্না করতে হবে ।

  6. 6

    নামাবার আগে ঘী ও গরমমশলা দিয়ে নামিয়ে নিতে হবে ।

  7. 7

    গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

Similar Recipes