পর্দা বিরিয়ানি (porda biriyani recipe in Bengali)

Payel Chakraborty
Payel Chakraborty @cook_22979269

#ebook2
বাংলা নববর্ষেররেসিপি
অনুষ্টান এর খাওয়া দাওয়া ভাবলেই বিরিয়ানির নাম মনে আসবেই । সেই জিভে জল আনা বিরিয়ানি এবার বেরোবে পর্দার আড়াল থেকে । বেশ নতুনত্ব হল , আবার মনের আশও মিটল । বিরিয়ানি বলে কথা ।

পর্দা বিরিয়ানি (porda biriyani recipe in Bengali)

#ebook2
বাংলা নববর্ষেররেসিপি
অনুষ্টান এর খাওয়া দাওয়া ভাবলেই বিরিয়ানির নাম মনে আসবেই । সেই জিভে জল আনা বিরিয়ানি এবার বেরোবে পর্দার আড়াল থেকে । বেশ নতুনত্ব হল , আবার মনের আশও মিটল । বিরিয়ানি বলে কথা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

দুজনের জন্য
  1. 300গ্রাম বাসমতি চাল
  2. 250 গ্রামপনির
  3. 4টি দারচিনি
  4. 2টিলবঙ্গ
  5. 2টিএলাচ
  6. প্রয়োজনমতোতেল
  7. 2টিতেজপাতা
  8. স্বাদমতোনুন
  9. 1 চা চামচহলুদ
  10. 4 চা চামচদুধ
  11. 2 ফোঁটাসামান্য ফুড কালার
  12. 4টি পেঁয়াজ
  13. 50 গ্রামটক দই
  14. 2 চা চামচ আদা রসুন বাটা
  15. 1 টিডিম
  16. 2 চা চামচ ইষ্ট
  17. 2 চা চামচচিনি
  18. প্রয়োজনমতোজল
  19. 5 কাপময়দা
  20. 4 চা চামচবিরিয়ানি মশলা
  21. 2চা চামচকেওড়া জল
  22. 2 চা চামচ গোলাপ জল
  23. 1/2 চা চামচ কালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই চাল ধুয়ে ঘন্টা খানেক ভিজিয়ে রেখে তারপর ভাত করে রাখতে হবে। চাল ফোটার সময় তাতে নুন, দারচিনি, লবঙ্গ, এলাচ ফেলে দিতে হবে । ভাত একটু শক্ত নামতে হবে, যেন ভাত ভেঙে না যায়। ভাত ঠান্ডা করে নিতে হবে ।

  2. 2

    ইষ্ট, এক চামচ চিনি ভালো করে মিশিয়ে তাঁর সাথে এক কাপ উষ্ণ জল মিশিয়ে দশ মিনিট রেস্টে রাখলাম

  3. 3

    দশ মিনিট পর এক চামচ সাদা তেল ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে তাঁর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মেখে একটা মণ্ড করে ঢেকে রেখে দিলাম

  4. 4

    অন্যদিকে বেরেস্তা র জন্য পেঁয়াজ কুঁচি ভেজে তুলে রাখলাম । পনির টুকরো করে কেটে ভেজে নিলাম

  5. 5

    কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা, রসুন বাটা ভালো করে ভেজে তাঁর মধ্যে টক দই ফেটিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে, সাথে দিতেই হবে, লঙ্কা বাটা, নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো । মশলা কষা হলে ভেজে রাখা পনির টুকরো দিয়ে ভালো করে কষিয়ে গা মাখা অবস্থায় নামিয়ে রাখতে হবে

  6. 6

    এবার ময়দার মণ্ডটা আবার ভালো করে মেখে নিয়ে একটু একটু করে ময়দা দিয়ে বড় জায়গায় বড় করে বেলে নিতে হবে । আমি টেবিলে বেলেছি ।

  7. 7

    এবার একটা বাটির মধ্যে রুটি টাকে বসিয়ে প্রথমে ভাত তারপর বেরেস্তা, সাথে বিরিয়ানি মশলা, ঘি, দুধে গুলে রাখা ফুড কালার, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, তারপর পনির, আবার ভাত, এই ভাবে সাজিয়েছি । এবার রুটির একটা দিক টেনে এনে কভার করে তাঁর ওপর ডিমের প্রলেপ লাগিয়ে আবার আরেকটা দিক টেনে এনে তাঁর ওপর ডিমের প্রলেপ লাগিয়েছি । এভাবে পুরো পর্দা দিয়ে ঢেকে দিতে হবে ।

  8. 8

    এরপর যে পাত্রে দমে বসাবো, তাতে ভালো করে তেল মাখিয়ে এটা উপুর করে দিয়ে অন্য পিঠ টাও ডিমের প্রলেপ লাগিয়ে তাঁর ওপর কালোজিরা ছড়িয়ে দেবো । দেখতে ভালো লগার জন্য। এবার মিনিট কুড়ি দমে বসালেই তৈরি পর্দা পনির বিরিয়ানি।

  9. 9

    এবার পর্দা কাটলেই বিরিয়ানি হাজির

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payel Chakraborty
Payel Chakraborty @cook_22979269
রান্না করতে ও সবাইকে খাওয়াতে , সাথে নিজে খেতেও খুব ভালোবাসি । ♥♥♥
আরও পড়ুন

Similar Recipes