ফিস পটেটো উইদ এগরোল।(fish potato with egg roll in Bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

ফিস পটেটো উইদ এগরোল।(fish potato with egg roll in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট।
2 সারভিংস
  1. 1 কাপবড় কাপ ময়দা
  2. 4টে ডিম
  3. 1 কাপ (ছোট ) সাদা তেল
  4. 1টা বড় আলু
  5. 2 পিসপেটি মাছ
  6. 100 গ্রামধনেপাতা
  7. 2টি মাঝারি পেঁয়াজ
  8. 1টি ছোট ক্যাপ্সিকাম
  9. 5টি কাঁচা লঙ্কা
  10. 4-5কোয়া রসুন
  11. 1/2 চা চামচআদা বাটা
  12. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  13. 1/4 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. 1/4 চা চামচগরম মসলা গুঁড়ো
  15. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  16. 1/4 চা চামচধনে গুড়ো।
  17. স্বাদ মতনুন,মিষ্টি
  18. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  19. 1 চিমটিখাবার সোডা
  20. 4 চা চামচসস

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট।
  1. 1

    ক্যাপসিক্যাম পেঁয়াজ রসুন আলু কেটে নিলাম। আলু কুকারে সেদ্ধ করলাম।দুপিস মাছ নুন মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে ঠান্ডা হলে কাঁটা বেছে চটকে নিলাম।

  2. 2

    ময়দাতে তেল myam আর নুন একটু খাবার সোডা দিয়ে মেখে নিলাম ভালোভাবে। ঢেকে রাখলাম।

  3. 3

    এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজ ভেজে ক্যাপসিক্যা ম একটু ভেজে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে দিয়ে একটু কষে একে একে মশলা নুন মিস্টি দিয়ে আলু সেদ্ধ আর মাছ দিলাম।গোলমরিচ গুড়ো দিলাম।

  4. 4

    কিছু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে গরম মসলা দিয়ে পুর তৈরি করে নিলাম।

  5. 5

    একটা পাত্রে ডিম ভেঙে ফেটিয়ে নিলাম।

  6. 6

    এবার ময়দা থেকে লেচি কেটে ময়দা দিয়ে পাতলা করে বেলে কড়াইয়ে তেলে ভেজে নিয়ে তুলে রাখলাম

  7. 7

    কড়াইয়ে এক চা চামচ তেল দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে উপরে ভাজা রুটি টা দিয়ে ভেজে তুলে নিলাম।

  8. 8

    একটা থালায় নিয়ে তাতে কিছু টা করে ধনেপাতা চাটনি আর সস দিলাম এবার আলুর পুর দিয়ে মুড়ে নিলাম।

  9. 9

    এইভাবে 4 টি করলাম এবং টমেটো সস ও ধনেপাতা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করলাম। টেস্টি সুস্বাদু ফিস পটেটো উইদ এগরোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

Similar Recipes