সয়াবিন কষা (Soyabean kosha recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#প্রিয় লাঞ্চ রেসিপি

সয়াবিন কষা (Soyabean kosha recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ বাটিসোয়াবিন
  2. ২ টিপেঁয়াজ কুচি
  3. ১টেবিল চামচআদা রসুন বাটা
  4. ১ টেবিল চামচটমেটো পিউরি
  5. ২ চা চামচটক দই
  6. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  7. ২ চা চামচকরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো
  8. ১টেবিল চামচকাঁচা লঙ্কা বাটা
  9. ১ চা চামচঘি
  10. প্রয়োজন অনুযায়ী গোটা জিরে, তেজপাতা,শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গরম জল করে সোয়াবিন-১বাটি দিয়ে ১০মিনিট রাখতে হবে।১০মি পর সোয়াবিন গুলো থেকে জল চিপে বার করে নিতে হবে।

  2. 2

    এবার করায়ে তেল দিয়ে তাতে সোয়াবিন গুলো একটু নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে।গোটা জিরে,তেজপাতা,শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি টা দিয়ে একটু ভেজে নিতে হবে।

  3. 3

    এবার সমস্ত মশলা, টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তাতে সোয়াবিন গুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটু ঘি দিয়ে নাড়তে হবে।

  4. 4

    এবার খুব অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।৫মিনিট পর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেয় তৈরি সোয়াবিন কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes