ভেজিটেবল চপ(vegetable chop recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

বাঙালীর চিরন্তন ভালোবাসা চপ কাটলেট কে ঘিরে। তেলেভাজার কথা শুনলেই অপামর বাঙালীর জিভে জল এসে যায়। আলুর চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজির পরেই সগর্বে স্থান নিয়েছে ভেজিটেবল চপ।
#স্ন্যাক্স

ভেজিটেবল চপ(vegetable chop recipe in Bengali)

বাঙালীর চিরন্তন ভালোবাসা চপ কাটলেট কে ঘিরে। তেলেভাজার কথা শুনলেই অপামর বাঙালীর জিভে জল এসে যায়। আলুর চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজির পরেই সগর্বে স্থান নিয়েছে ভেজিটেবল চপ।
#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৫জন
  1. ২টোগাজর
  2. ২টোবিট
  3. ২টোআলু
  4. ১/২ কাপচিনেবাদাম
  5. ১/২ কাপমটরশুঁটি
  6. ২৫০ গ্রামসাদাতেল
  7. ১টেবিলচামচভাজা জিরের গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১চিমটেপাঁচফোড়ন
  11. ১/২ চা চামচচিনি
  12. ১৫০গ্রামবেসন
  13. ২টেবিলচামচময়দা
  14. ১চা চামচলঙ্কাগুঁড়ো
  15. ১চা চামচধনে গুঁড়ো
  16. ২চা চামচকাঁচালঙ্কা কুচি
  17. ১০০গ্রামব্রেডক্রাম্ব

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    গাজর, আলু, বীট প্রথমে গ্রেট করে নিতে হবে।সবজি সেদ্ধ করে নিলে বাইন্ডিং করতে সমস্যা হয় তাই সরাসরি গ্রেট করে নিলে সময় বাঁচবে।

  2. 2

    কড়াইতে ২চা চামচ সরষের তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিতে হবে। সুগন্ধ ছাড়লে গ্রেট করা সবজি দিতে হবে। পরিমান মতো নুন, হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৯/১০ মিনিট।

  3. 3

    সবজি থেকে জল বের হয়ে যাবে ঢেকে রাখার জন্য। এবার বাকি সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে পর পর। কাঁচালঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো,ভাজা জিরের গুঁড়ো, চিনি, সামান্য গরম মশলার গুঁড়ো গুঁড়ো দিয়ে বেশ করে কষে শুকনো শুকনো করে নিতে হবে।

  4. 4

    এই সময় ১টেবিলচামচ ময়দা মিশিয়ে দিলে বাইন্ডিং ঠিকঠাক হবে। কড়াই থেকে ছেড়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর হাতের তালুতে তেল লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে তাকে চ্যাপটা করে সেপ্টেম্বর দিয়ে নিতে হবে। অন্যদিকে ব্যসন, ময়দা সামান্য নুন দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।

  5. 5

    চ্যাপটা করে গড়া চপের পুর এই ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে।

  6. 6

    কড়াইতে সাদাতেল গরম করে তেলে সবকটা গড়া চপ অল্প অল্প করে ছেড়ে দুপিঠ লালচে করে ভেজে নিতে হবে। মুড়ির সাথে পরিবেশনের জন্য একদম তৈরি ভেজিটেবল চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes