পাউ ভাজি(pav bhaji recope in Bengali)

Soumi Ghosh
Soumi Ghosh @cook_24348963
Barrackpore

#bongkitchen
#আমার প্রথম রেসিপি

পাউ ভাজি(pav bhaji recope in Bengali)

#bongkitchen
#আমার প্রথম রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জনের জন্য
  1. ৩ টি পিঁয়াজ কুচি
  2. ১টাক্যাপ্সিকাম
  3. ৫০ গ্রামআদা‌ রসুন বাটা
  4. ২টিলঙ্কা কুচি
  5. ২টিটমেটো কুচি
  6. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  7. ১ টাপাতি লেবুর রস
  8. 250 গ্রামচিকেন কিমা
  9. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১ চা চামচকাসুরি মেথি
  12. ২ চা চামচপাউ ভাজি মশলা
  13. ১০০গ্রামমাখন
  14. ১ টেবিল চামচফুড কালার
  15. স্বাদ অনুযায়ীনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে মাখন দিয়ে তার মধ্যে একে একে টমেটো কুচি,ক্যাপ্সিকাম কুচি, চিকেন কিমা এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কিছুখন রান্না করতে হবে।সিদ্ধ হয়ে এলে ম্যাশ করে নিতে হবে

  2. 2

    ম্যাশ হয়ে গেলে কড়াইতে মাঝ বরাবর জায়গা ফাঁকা করে আবার পরিমান মতো মাখন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি,আদা ও রসুন বাটা,লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, পাঁউ ভাজি মশলা এবং ফুড কালার দিয়ে নারিয়ে আবার ম্যাশ করে নিতে হবে শুকনো হয়ে এলে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে ৫মিনিট ধিমে আঁচে রেখে আরো একবার ম্যাশ করে সিদ্ধ হতে দিতে হবে পদ্ধতি টি সম্পূর্ণ হলে রান্না টিকে নামিয়ে নিতে হবে ।

  3. 3

    এইবার কড়াইতে মাখন দিয়ে তার মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো, পাঁউ ভাজি মশলা,ধনেপাতা কুচি ও সাধ মতো নুন দিয়ে নারিয়ে তার মধ্যে পাঁউ ভাজির পাঁউরুটি দিয়ে ভালো করে সেঁকে নিলে আমাদের পাঁউভাজি তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumi Ghosh
Soumi Ghosh @cook_24348963
Barrackpore
ছোট থেকেই খাদ্য রসিক।রান্না করতে শিখে নতুন কিছু বানিয়ে খাওয়াতে পারলে খুব আনন্দিত হই।সব কাজের মাঝে রান্না করে নতুন কিছু বানাতে পারলে মন থেকে শান্তি অনুভব করি।
আরও পড়ুন

Similar Recipes