রেলওয়ে চিকেন(railway chicken recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#প্রিয়জন স্পেশাল রেসিপি

রেলওয়ে চিকেন(railway chicken recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্যে
  1. ১ কিলো চিকেন
  2. ২৫০ গ্রাম পেঁয়াজ
  3. ১.৫ চা চামচ আদা বাটা
  4. ১.৫ চা চামচ রসুন বাটা
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতোনুন
  9. প্রয়োজন মতোসর্ষের তেল
  10. ১ চা চামচ গোটা জিরে
  11. ১ চা চামচ গোটা ধনে
  12. ১ চা চামচ গোটা মৌরি
  13. ১২ টা গোল মরিচ
  14. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  15. ১ চা চামচ ঘি
  16. ৩ টে ছোট এলাচ
  17. ২ টো লবঙ্গ
  18. ১/২ ইঞ্চি দারচিনি
  19. ১ টা তেজ পাতা
  20. ১/২ জয়িত্রী পাপড়ি
  21. ৩ টেবিল চামচ দই
  22. ২ টো বড় আলু
  23. ১ টা টমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর চিকেনের সাথে দই, লঙ্কা হলুদ, আদা বাটা, রসুন বাটা, অল্প তেল দিয়ে চিকেন ম্যারিনেট করে ২ ঘণ্টা রেখে দিতে হবে

  2. 2

    আলু খোসা ছাড়িয়ে একটা করে আলু দু পিস করে কেটে নিতে হবে। তারপর নুন মাখিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে গোটা গরম মসলা, তেজ পাতা ও জয়িত্র ফোড়ন দিতে হবে।

  3. 3

    ফোরণের সুগন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ লালচে হলে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে টম্যাটো ও লাল লঙ্কা দিয়ে কষতে হবে।

  4. 4

    টম্যাটো গোলে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নুন ও ভাজা আলু দিয়ে কষতে হবে।

  5. 5

    অন্য দিকে একটা ফ্রাই প্যানে জিরে ও মৌরি দিয়ে ২ মিনিট নেড়ে ধনে ও গোল মরিচ দিয়ে ভেজে নিতে হবে। ভাজা গন্ধ ছাড়লে গ্যাস অফ করে দিতে হবে। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে।

  6. 6

    চিকেন কষা হলে যখন তেল ছেড়ে দেবে তখন ঐ ভাজা গুঁড়ো মসলা দিয়ে আর ও একবার কষে জল দিয়ে দিতে হবে। ফুটে উঠলে ঢাকা দিয়ে ১০ মিনিট কম আঁচে চিকেন সেদ্ধ করতে হবে।

  7. 7

    চিকেন ও আলু সেদ্ধ হয়ে এলে গরম মসলা গুঁড়ো ও ঘী দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে।

  8. 8

    ৫ মিনিট পর পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes