চিলি কাতলা (Chilli Katla recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের
  1. 200 গ্রামকাতলা মাছের পেটি ছোট ছোট টুকরো করা
  2. 1টা বড় পেঁয়াজ সরু করে কাটা
  3. 1টা ছোট ক্যাপ্সিকাম সরু করে কাটা
  4. 2কোয়া রসুন কুচি
  5. 1/2 কাপস্প্রিং অনিয়ন কুচি
  6. 2টো কাঁচা লংকা কুচি
  7. 1 চা চামচআদা পেস্ট
  8. 1 চা চামচরসুন পেস্ট
  9. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 2 চা চামচসয়াসস
  11. 2 চা চামচটমেটো চিলি সস
  12. 2 চা চামচকর্ণফ্লাওয়ার
  13. 2 চা চামচপাতিলেবুর রস
  14. 2 টেবিল চামচতেল
  15. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে মাছের টুকরো গুলো পাতিলেবুর রস আর সামান্য নুন দিয়ে কিছুক্ষন ম্যারিনেট করে রেখে দিতে হবে । এবার কড়ায় তেল গরম করে মাছের টুকরো গুলো ভেজে নিতে হবে ।

  2. 2

    সয়াসস, টমেটো চিলি সস, কর্ণফ্লাওয়ার আর নুন দিয়ে একটা সস তৈরী করে রাখতে হবে । পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি, কাঁচা লংকা কুচি আর রসুন কুচি একটা বাটিতে নিতে হবে ।

  3. 3

    এবার ঐ তেলে পেঁয়াজ, ক্যাপ্সিকাম, কাঁচা লংকা কুচি, রসুন কুচি দিয়ে হালকা ভাজতে হবে । কাঁচা গন্ধ চলে গেলে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে একটু কসতে হবে ।

  4. 4

    এবার এর মধ্যে ভাজা মাছের টুকরো গূলো দিয়ে অল্প নেড়ে নিয়ে সসের মিশ্রনটা ঢেলে দিতে হবে ।

  5. 5

    ফুটে উঠলে একে একে গোলমরিচ গুঁড়ো আর স্প্রিং অনিয়ন কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নামাতে হবে ।

  6. 6

    তৈরী হল চিলি কাতলা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes