রুই মাছের চিলি ফিশ (rui maacher chilli fish recipe in Bengali)

Rupasrre Bhattacharjee
Rupasrre Bhattacharjee @cook_20520796

রুই মাছের চিলি ফিশ (rui maacher chilli fish recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপমাছের পেটি
  2. 1টাক্যাপসিকাম
  3. স্বাদমতোলঙ্কা
  4. 1চা চামচচিলি সস
  5. 1চা চামচসোয়া সস
  6. 2 টেবিল চামচটমেটো সস
  7. 2 টোপেঁয়াজ ডুমো করে কাটা
  8. 1 চা চামচরসুনবাটা
  9. 1চা চামচআদা বাটা
  10. স্বাদমতোনুন
  11. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  12. পরিমাণ মতোগার্নিশ করার জন্য তিল
  13. 1 টা ডিম
  14. 2 চা চামচ কর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছের পেটি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে | সেদ্ধ করবার পর জল ঝরিয়ে মাছের কাঁটা ও আঁশ বার করে নিয়েছি |

  2. 2

    বেছে রাখা মাছ গুলোর সাথে দু চামচ কর্ন ফ্লাওয়ার এবং ডিম ফাটিয়ে মিশিয়ে নিতে হবে | এবারে সাদা তেলের মধ্যে ছোটো ছোটো বড়ার আকারে মাছের মিশ্রণ গুলো ভেজে নিতে হবে |ভাজা হয়ে গেলে সব মাছের টুকরো গুলো আলাদা পাত্রে রাখতে হবে |

  3. 3

    এবার পেঁয়াজগুলো তেলে হালকা ভেজে নিতে হবে, এরপর তাতে রুসুন বাটা এবং আদা বাটা দিতে হবে | আদা রসুন হালকা ভেজে ক্যাপসিকাম গুলো দিয়ে দিয়েছি | এবার সামান্য এতে নুন দিতে হবে |

  4. 4

    সব ভাজা হলে এবার তাতে তিনটে সসের মিশ্রণ দিতে হবেএবং ভালো করে মিশ্রণ টা পুরো সবজিতে মেশাতে হবে |এবার সব্জী ফুটে উঠলে তাতে মাছের বড়া গুলো দিয়ে দিতে হবে | পুরোটা ভালো করে মেশাতে হবে | কিছুক্ষনের মধ্যেই গ্যাস বন্ধ করে দিতে হবে |

  5. 5

    নামানোর পর গার্নিশের জন্য তিল দিতে পারেন| এটা অপশনাল | তবে আমি আজিনামোটো দিইনি আপনারা চাইলে দিতে পারেন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupasrre Bhattacharjee
Rupasrre Bhattacharjee @cook_20520796

Similar Recipes