চিকেন গোল্ড কয়েন(Chicken gold coin recipe in Bengali)

শৃণ্বন্তি দে
শৃণ্বন্তি দে @cook_24562630
IIT CAMPUS , Kharagpur

#chicken #esenciaM
হ্যালো ফ্রেন্ডস আজ আমি(চিকেন ) তোমাদের দরবারের নতুন স্বাদে উপস্থিত! এতদিন তোমরা আমাকে চিকেন কারি ,রেজালা ,মেথি চিকেন ,দই চিকেন,চিল্লি চিকেন ইত্যাদি স্বাদে বারেবারেই চেখেছো, এবার দেখো তো এই নতুন সাজে নতুন স্বাদে আমাকে কেমন লাগছে?

চিকেন গোল্ড কয়েন(Chicken gold coin recipe in Bengali)

#chicken #esenciaM
হ্যালো ফ্রেন্ডস আজ আমি(চিকেন ) তোমাদের দরবারের নতুন স্বাদে উপস্থিত! এতদিন তোমরা আমাকে চিকেন কারি ,রেজালা ,মেথি চিকেন ,দই চিকেন,চিল্লি চিকেন ইত্যাদি স্বাদে বারেবারেই চেখেছো, এবার দেখো তো এই নতুন সাজে নতুন স্বাদে আমাকে কেমন লাগছে?

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
চার জনের জন্য
  1. ২৫০গ্রামচিকেন কিমা
  2. 4টে সেদ্ধ আলু
  3. 2চা চামচআদা কুচি
  4. 2চা চামচরসুন কুচি
  5. 2টিপেঁয়াজ কুচি
  6. স্বাদ মতোকাঁচা লঙ্কা কুচি
  7. 1টা ডিম
  8. 4টে পাউরুটির স্লাইস
  9. 1চা চামচসাদা গোলমরিচ গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1টা ক্যাপ্সিকাম কুচি
  12. স্বাদ অনুযায়ীনুন মিষ্টি
  13. পরিমাণ মতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    একটা কড়াই এ তিন চামচ তেল গরম করে পিয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কিছুক্ষন ভেজে নিয়ে তার পর চিকেন কিমা,নুন ও হলুদ দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে।এর পর এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে ভালো করে চিকেন টা কে কষাতে হবে।এর পর এটাকে একটু ঠান্ডা করে গোলমরিচ গুঁড়ো,ক্যাপ্সিকাম কুচি,ও একটি ডিম ফাটিয়ে দিয়ে একটি চিকেন এর মিশ্রণ তৈরি করতে হবে(প্রয়োজন হলে একটু নুন ও চিনি লাগবে)

  2. 2

    স্লাইসড ব্রেড গুলিকে গোল করে কেটে চিকেন এর মিশ্রণ ব্রেড এর দুই দিকে লাগিয়ে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দিতে হবে (ঢাকা না দিয়ে)।

  3. 3

    কড়াই তে পর্যাপ্ত তেল গরম করে মিডিয়াম ফ্লেমে ব্রেড কয়েণ গুলি সোনালী রঙে ভেজে তুললেই রেডি গোল্ড কোয়েন!

  4. 4

    এবার প্লেটে সস এবং স্যালাড দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
শৃণ্বন্তি দে
IIT CAMPUS , Kharagpur

Similar Recipes