সয়াবিনের মোগলাই পরোটা (soyabeaner mughlai parota recipe in Bengali)

Nita Mukherjee
Nita Mukherjee @cook_24189923

#ক্যুইক ফিক্স ডিনার#সবসময় রাতে ডিনার এ রুটি তরকারি না বানিয়ে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটপট বানানো যায় এই রেসিপি।হেলদি এন্ড টেস্টি।

সয়াবিনের মোগলাই পরোটা (soyabeaner mughlai parota recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার#সবসময় রাতে ডিনার এ রুটি তরকারি না বানিয়ে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটপট বানানো যায় এই রেসিপি।হেলদি এন্ড টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মি:
২জন
  1. ১০০ গ্ৰামময়দা
  2. ৪চা চামচসোয়া গ্ৰ্যান্যুলস
  3. ২টিডিম
  4. ১/২কাপপেঁয়াজ কিমা
  5. ১চা চামচআদা কিমা
  6. ১চা চামচকাঁচা লঙ্কা কুচি
  7. ১চা চামচধনেপাতা কুচি
  8. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য
  9. ১চা চামচগোল মরিচ গুঁড়ো
  10. পরিমাণ মতনুন ও চিনি
  11. ১কাপজল

রান্নার নির্দেশ সমূহ

২০মি:
  1. 1

    ময়দা সামান্য নুন দিয়ে জল দিয়ে মেখে নিন। এবার একটি পাত্রে তেল ছাড়া আর বাকি সব উপকরণ দিয়ে চামচ দিয়ে ফেটিয়ে নিন।

  2. 2

    ময়দা মাখা থেকে বড় লেচি করে বেলে বেশ বড় আর পাতলা করে বেলে নিয়ে ওর মধ্যে ফেটিয়ে রাখা মিশ্রণ চামচ করে ঢেলে পুরোপুরি ধার বাদ দিয়ে বাকি অংশে মাখিয়ে নিন।

  3. 3

    শেষে ধার গুলি তে সামান্য জল লাগিয়ে এনভেলপ এর মত স্কোয়ার সেপে ফোল্ড করে নিতে হবে।

  4. 4

    এবার ডিপ ফ্রাই করে নিলে রেডি সয়াবিনের মোগলাই পরোটা।

  5. 5

    আমি এটা মোগলাই এর আলুর তরকারি ও স্যলাড দিয়ে সার্ভ করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nita Mukherjee
Nita Mukherjee @cook_24189923

Similar Recipes