চিকেন টেরিয়াকি রাইস বোল(chicken teriyaki rice bowl recipe in Bengali)

Saheli Bal
Saheli Bal @cook_24595366

চিকেন টেরিয়াকি রাইস বোল(chicken teriyaki rice bowl recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. ১৫০ গ্রাম গোবিন্দভোগ চাল
  2. ২০০ গ্রাম বোনলেস মুরগি
  3. ২ টেবিল চামচ রান্না তেল
  4. ১/৪কাপ সয়া সস
  5. ৩ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার
  6. ২ চা চামচ কাটা রসুন
  7. ২ টেবিল চামচ চিনি
  8. ২ চা চামচ রসুন
  9. ২ চা চামচ আদা
  10. ১ টা সবুজ পেঁয়াজ গাছ
  11. ২ চা চামচ সাদা তিল
  12. পরিমাণ মতোআইসবার্গ লেটুস
  13. ১ চা চামচ কর্নস্টার্চ (বা ভুট্টার ময়দা) 2 চা চামচ জলে মিশ্রিত করুন (কেবলমাত্র প্রয়োজন হলে)

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    একটি বাটিতে বোনলিস মুরগি নিন। সয়া সসে 2 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার কাটা রসুন এবং আদা দিন এবং 2 টেবিল চামচ চিনি যুক্ত করুন। এটি 30 মিনিটের জন্য একপাশে রাখুন।

  2. 2

    মাঝারি আঁচে একটি বড় প্যানে তেল গরম করুন। মেরিনেটেড সস এবং মুরগী ​​আলাদা করুন। ম্যারিনেট করা মুরগীতে কর্নফ্লাউর লেপ দিন । স্টার ফ্রাই চিকেন, হালকা বাদামী এবং খাস্তা হওয়া পর্যন্ত ভাজুন। একটি ছোট জগ বা বাটিতে একসাথে সয়া সস, চিনি, ভিনেগার একত্রিত করুণ। একপাশে সেট করুন।

  3. 3

    প্যানে রসুন যুক্ত করুন এবং হালকা সুগন্ধি (প্রায় 30 সেকেন্ড) পর্যন্ত স্যাট করুন। পাশাপাশি সস এবং মেরিনেটেড সস নাড়তে থাকুন, যতক্ষণ না সসটি একটি সুন্দর গ্রেভি তে পরিণত হয় (প্রায় 2-3 মিনিট)। কাটা সবুজ পেঁয়াজ এবং ভাজা তিলের সাথে গার্নিশ করে পরিবেশন করুন।

  4. 4

    স্টিকি চালের বাটি
    ১৫০ গ্রাম গোবিন্দভোগ চাল (সাধারণ চাল ও ব্যবহার করা যেতে পারে)
    পদ্ধতি
    চাল ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো চাল ঝরিয়ে নিন। চাল টা কে একটু আঠালো ভাবে তৈরি করে নিন। যে কোনও ধরণের বাটি বা যা আকার দিতে চান তা নিন। চালটি ছাঁচে রাখুন এবং এটি একটি আকৃতির আকার দিন। এবার চালটি প্লেটে রেখে দিন। বাটি প্রস্তুত।

    এবার ওই ভাতের বাটি টা তে চিকেন গুলো কে সার্ভ করুন । চিকেন টেরিয়াকি রাইস বোল রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheli Bal
Saheli Bal @cook_24595366

Similar Recipes