আম এর হালুয়া (aam er halwa recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_24396755

আম এর হালুয়া (aam er halwa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ সুজি
  2. ১ টি আম
  3. ১ কাপ চিনি
  4. ১/২ কাপ দুধ
  5. ২ টেবিল চামচ ঘি
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি আম কে মিক্সিতে ঘুরিয়ে পাল্প বের করে নিতে হবে

  2. 2

    তার পর করাই যে অল্প পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে ড্রাইফরুইটস দিয়ে একটু ভেজে নিয়ে সুজি তা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু জল র দুধ দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে জমাট না বাধে

  3. 3

    তার পর চিনি দিয়ে সুজি তা কে ভালো করে নেড়ে তার মধ্যে আম এর পাল্প তা দিয়ে ভাল করে মিশিয়ে ৫ মিনিট মতো নাড়িয়ে তার মধ্যে এলাচি গুড়ো র একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন

  4. 4

    তার পর যে কোনো আপনার পছন্দ মতন বাটি নিয়ে তার মধ্যে সুজি তা ঢেলে দিন র ২ ঘন্টা বাদে সুজি তা ঠান্ডা হয়ে এলে প্লেটে ঢেলে দিয়ে ওপরে আপনার পছন্দের ড্রাইফরুইটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_24396755

Similar Recipes