ইন্সার্ট জিলেপি (Instant jelabi recipe in Bengali)

Uma Pandit
Uma Pandit @fupi_1975

#ডিলাইটফুল ডেজার্ট
বাড়িতে অনেক সময় হঠাৎ করে অতিথি চলে এলে , আর ঘরে কনো মিস্টি না থাকলে খুব সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায় । তাছাড়া আমরাও বাইরে থেকে না কিনে নিজেদের জন্য ও খুব সহজে ইন্সার্ট জিলাপি বানিয়ে নিতে পারি ।

ইন্সার্ট জিলেপি (Instant jelabi recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
বাড়িতে অনেক সময় হঠাৎ করে অতিথি চলে এলে , আর ঘরে কনো মিস্টি না থাকলে খুব সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায় । তাছাড়া আমরাও বাইরে থেকে না কিনে নিজেদের জন্য ও খুব সহজে ইন্সার্ট জিলাপি বানিয়ে নিতে পারি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ -৫ জনের জন্য
  1. ১/২ কাপ বেসন
  2. ১/৩ কাপ সুজি
  3. ৪ টেবিল চামচ ময়দা
  4. ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  5. ১/৩ কাপ টকদই
  6. ১ চা চামচ জাফরান
  7. ১.৫ কাপ চিনি
  8. ৪ টে এলাচ
  9. 1 চিমটিখাবার সোডা
  10. ১/২ চা চামচ বেকিং পাউডার
  11. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদাতেল
  12. ২ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি প্রাত্রের মধ্যে চিনি ও ১ কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে চিনির রস বানিয়ে নিতে হবে ।

  2. 2

    রসটা একটু আঠালো হতে হবে, তারপর এর মধ্যে এলাচ দিয়ে নামিয়ে ঢেকে রাখতে হবে ।

  3. 3

    এবার একটি বোলের মধ্যে বেসন, সুজি, ময়দা, কনফ্লোর, জাফরান, টকদই, বেকিং পাউডার, বেকিং সোডা ও ১/২ কাপ জল দিয়ে একটা ব‍্যাটার বানাতে হবে । ও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ।

  4. 4

    একটি প‍্যানের মধ্যে তেল ও ঘী গরম করতে হবে ।

  5. 5

    এবার এই জিলাপি ব‍্যাটার টা একটি স্কুইজ বোতেলের মধ্যে ভরে গরম তেলের মধ্যে জিলেপি মতো প‍্যাচ দিতে হবে ।

  6. 6

    ভালো করে দুইদিক ভাজা হয়ে গেলে নামিয়ে রসের মধ্যে দিতে হবে ।

  7. 7

    কিছুক্ষণ রসে ভিজিয়ে রেখে তারপর রস থেকে তুলে গরম গরম এনজয় করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

Similar Recipes