পাউরুটির গোলাপ জামুন (paurutir golap Jamun recipe in Bengali)

Uma Pandit
Uma Pandit @fupi_1975

#ডিলাইটফুল ডেজার্ট

পাউরুটির গোলাপ জামুন (paurutir golap Jamun recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৬ জনের জন্য
  1. ৪ স্লাইস পাউরুটি
  2. ৪ টেবিল চামচ মিল্ক পাউডার
  3. ১/২ কাপ খোয়া
  4. ১ টেবিল চামচ ঘি
  5. ১ কাপ চিনি
  6. ২-৩ টে এলাচ
  7. ১/২ চা চামচ গোলাপ জল
  8. পরিমাণ মতোভাজার জন্য সাদাতেল
  9. ২ টেবিল চামচ ঘি ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    পাউরুটি গুলো ধার বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে গুড়ো করে নিতে হবে ।

  2. 2

    এবার একটি মিক্সিং বোলের মধ্যে পাউরুটি, মিল্কপাউডার, খোয়া, ঘী দিয়ে ভালো করে মাখতে হবে ।

  3. 3

    এবার এর থেকে ছোট ছোট বল বানাতে হবে ।

  4. 4

    কড়াইয়ে তেল ও ঘী গরম করে এই বলগুলো হালকা ফ্লেমে ভাজতে হবে । দুইদিকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ।

  5. 5

    অন‍্যদিকে একটি প‍্যানের মধ্যে চিনি ও ১১/২ কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে রস বানিয়ে নিতে হবে । এরমধ্যে এলাচ ও গোলাপজল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে । তারপর গোলাপজামুন গুলো দিয়ে প্রায় ১৫ মিনিট মত ভিজিয়ে রাখতে হবে ।

  6. 6

    এবার রস থেকে তুলে গরম বা ঠান্ডা যে ভাবে খুশি সে ভাবে পরিবেশন করতে হবে ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

Similar Recipes