আলু পটলের দম (aloo patoler dum recipe in Bengali)

Rituparna Das
Rituparna Das @cook_24773200

আলু পটলের দম (aloo patoler dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪টে পটল
  2. ১টা বড়োআলু
  3. ১ চা চামচজিড়ে গুঁড়ো
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ আদা বাটা
  6. স্বাদ মতোলঙ্কা বাটা
  7. ৪টেপটল
  8. স্বাদ মত লবণ, চিনি
  9. ১/৪ চা চামচগরম মশলা গুঁড়ো
  10. ১ টাটমেটো বাটা,
  11. ১ চা চামচপাঁচফোড়ন
  12. ১ টাতেজপাতা
  13. পরিমাণ মত সর্ষের তেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু ও পটল টুকরো করে নিতে হবে,, ও ভালো করে ধুয়ে নিতে হবে।।

  2. 2

    কড়াই তে তেল গরম করে আলু ও পটল এর টুকরো ভালো করে ভেজে তুলে রাখতে হবে একটা পাত্রে, ঐ তেলের মধ্যে পাঁচ ফোড়ন, তেজপাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে, তারপর একটা বাটিতে জিড়ে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, ও একটু জল দিয়ে গুলে নিয়ে ঐ তেলের মধ্যে দিতে হবে

  3. 3

    টমেটো বাটা দিয়ে, সাদ মতো লবণ ও চিনি দিয়ে ভালো করে মশলা কষাতে হবে, যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ে, যখন তেল মশলা থেকে ছেড়ে যাবে তখন আলু পটল ভাজা টুকরো গুলো মশলা র মধ্যে দিয়ে কষতে হবে,

  4. 4

    কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল, দিয়ে কিছু ক্ষন ফোটাতে হবে, সেদ্ধ হয়ে গেলে ও জল কমে গেলে, তাতে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়তে হবে, ও আঁচ বন্ধ করে দিতে হবে, একটু ঘি দিয়ে কিছু ক্ষন ঢেকে রাখতে হবে । এইভাবে তৈরি হয়ে গেলো আলু পটলের দম।।

  5. 5

    এবার গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন, দারুন জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rituparna Das
Rituparna Das @cook_24773200

Similar Recipes