চটপটা  চীজি আলু (chatpata cheesy aloo recipe in Bengali)

সুস্মিতা মন্ডল
সুস্মিতা মন্ডল @cook_24836594
কলকাতা

#স্ন্যাক্স
#hooghlyfoodiesclub

খুব সহজ রান্না আর খেতেও দারুন। ঘরে থাকা জিনিস দিয়েই করা সম্ভব।

চটপটা  চীজি আলু (chatpata cheesy aloo recipe in Bengali)

#স্ন্যাক্স
#hooghlyfoodiesclub

খুব সহজ রান্না আর খেতেও দারুন। ঘরে থাকা জিনিস দিয়েই করা সম্ভব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘন্তা
৩  থেকে ৪ জন।
  1. ৩ টে আলু সরু সরু ল্ম্বা লম্বা করে কাটা
  2. পরিমান মত ভাজবার জন্য তেল
  3. ১/২ চা চামচ ভাজা মসলা গুঁড়ো ( জিরে,ধনে,গোলমরিচ, মৌরি,জোয়ান,মেথি, রাঁধুনি, শুকনো লঙ্কা ২ টি সব শুকন খলায় ভেজে গুরিয়ে নিতে হবে। নুন, চিনি পরিমান মত।
  4. ২ টি চীজ কিউব গ্রেট করা
  5. ১/২ কাপভুট্টা ছাড়ানো
  6. ২ চা চামচ কসুরি মেথি
  7. ১ চা চামচমাখন

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘন্তা
  1. 1

    প্রথমে আলু পিস গুলো ছাকা তেলে ভেজে নিতে হবে। তারপর টুথপিক দিয়ে ৩/৪ পিস করে নিয়ে গাথতে হবে/ ভেলা বানাতে হবে।

  2. 2

    ভেলার ওপর ভেজে রাখা মশলা আর নুন চিনি ছরাতে হবে,তারপর চিজ আর ভুট্টা দিয়ে সাজাতে হবে, ওপরে কাসুরি মেথি দিয়ে দিন।

  3. 3

    এবার গ্যাস এ প্যান বসিয়ে, প্যান গরম হলে তাতে বাটার দিয়ে দিন। টুথপিক এ সেট করে রাখা চটপটা চিজি আলু ৫/৭ মিনিট ঢেকে রান্না করুন। তারপর গরম গরম পরিবসন করুন ভেজে রাখা মশলা ছরিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
সুস্মিতা মন্ডল
কলকাতা

Similar Recipes