ছানার পায়েস (chanar payesh recipe in bengali)

Jaba Sarkar Jaba Sarkar
Jaba Sarkar Jaba Sarkar @cook_16639408
Suri Birbhum

#খুশির ঈদ
খুব সহজ ও সুন্দর একটি রেসিপি ঘরে থাকা জিনিস দিয়েই করা যায়

ছানার পায়েস (chanar payesh recipe in bengali)

#খুশির ঈদ
খুব সহজ ও সুন্দর একটি রেসিপি ঘরে থাকা জিনিস দিয়েই করা যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৬জন
  1. ২ লিটারদুধ মেট্রো ডেয়ারি বা যে কোনো
  2. ১/২ কাপ টকদই
  3. ২টেবিল চামচ ঘি
  4. স্বাদ মত চিনি
  5. পরিমাণ মতকয়েক টা কাজুবাদাম ও কিসমিস
  6. পরিমান মতো /২টেবিল চামচমিল্ক মেড / সুজি
  7. ২ টো এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    এক লিটার দুধ টকদই দিয়ে ছানা কাটিয়ে নিলাম।দই দিয়ে ছানা করলে পরিমাণে বেশি পাওয়া যায়।ছানা তৈরী করে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে জল চিপে ঠাণ্ডা করে রেখে দিলাম

  2. 2

    ফ্রাই পানে ঘি দিয়ে ছানাটা মিনিট চার পাঁচ ফ্রাই করে এক সাইডে রেখে দিলাম

  3. 3

    বাকি দুধ ফুটিয়ে ঘন করে নিলাম

  4. 4

    ছানা টা দিয়ে ঘন ঘন নাড়তে থাকলাম চিনি দিয়ে দিলাম।যদি মিল্ক মেড দিই তাহলে মিল্ক মেড এই সময় দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো আর যদি সুজি দিই তাহলে দু টেবিল চামচ সুজি দিয়ে দেবো আমি এখানে সুজি ও মিল্ক মেড দুটোই দিয়েছি।সে ক্ষেত্রে মিল্ক মেড এক কাপ ও সুজি এক টেবিল চামচ।যে কোনো একটা দিলে পরিমাণ বেশি হবে।

  5. 5

    দুধ যখন ঘন হবে তখন এলাচ গুড়ো দিয়ে নেড়ে চেড়ে কাজুবাদাম কিসমিস ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলাম

  6. 6

    তৈরী আমার ছানার পায়েস।ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম। কয়েক ঘন্টা রেখে তারপর ফ্রিজ থেকে বার করে পরিবেশন করলাম।
    বাটিতে পায়েস দিয়ে কাজুবাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jaba Sarkar Jaba Sarkar
Jaba Sarkar Jaba Sarkar @cook_16639408
Suri Birbhum

মন্তব্যগুলি (2)

Similar Recipes