আলমোড়া কাবাব (almora kabab recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#স্পাইসি

আলমোড়া কাবাব (almora kabab recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪ জনের জন্যে
  1. ৩০০ গ্রাম চিকেন
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ১ চা চামচ রসুন বাটা
  4. ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  5. ৮-৯ টা কাজু
  6. ৩ টে বড় এলাচের দানা থেঁতো করা
  7. ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো
  8. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  11. ৩ টেবিল চামচ জল ঝরানো দই
  12. ২ চা চামচ ক্রিম
  13. ২ চা চামচ স্প্রেডড চীজ
  14. ২ চা চামচ সর্ষের তেল
  15. ১ টা ডিম
  16. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে নিতে হবে। কাজু ও ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ ভাজা, কাজু ভাজা ও ক্রিম মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    চিকেন ছোট টুকরো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সব উপকরণ দিয়ে মেখে নিয়ে ৫-৬ ঘণ্টা রেখে দিতে হবে ফ্রিজ এ।

  3. 3

    ফ্রিজ থেকে বার করে কাঠি তে গেঁথে নিয়ে নন স্টিক তাওয়া তে সাজিয়ে দিতে হবে।

  4. 4

    তারপর প্রী হিট ওভেন এ ২৫০ ডিগ্রি তে ২০ মিনিট রোস্ট করতে হবে। আর মাঝে মাঝে উল্টে দিতে হবে। তাহলেই রেডী আলমোরি কাবাব।

  5. 5

    হয়ে গেলে লাচ্ছা পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes