এগ বিরিয়ানি(Egg biriyani recipe in Bengali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

#স্পাইসি

এগ বিরিয়ানি(Egg biriyani recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
4জন
  1. 2.5 কাপবাসমতী চাল
  2. 4টে হাসের ডিম
  3. 3টে পেঁয়াজ কুচি
  4. 2টো আলু
  5. 2 চামচআদা ও রসুন বাটা
  6. 2 চা চামচধনে জিরে গুঁড়ো
  7. 1 চা চামচগরম মসলা গুঁড়ো
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 3 চা চামচবিরিয়ানী মসলা
  10. 2চা চামচটো তেজপাতা
  11. 4টে ছোট এলাচ
  12. 2টো দারুচিনি
  13. 1/2 কাপটক দই
  14. 2 চা চামচচিনি
  15. 4 চা চামচঘি
  16. 1/2 কাপরিফাইণ্ড তেল
  17. স্বাদ মতনুন
  18. 2 চা চামচকাশ্মীরি লঙ্কার গুড়ো

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    প্রথমে আলু ও ডিম সেধ্য করে নিয়েছি।চাল টা কে 80%সেধ্য করে রেখেছি।কিছুটা পেয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছি।

  2. 2

    করাতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি।পেয়াজ টা কিছুটা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা ধনে জিরে গুড়ো লঙ্কা গুড়ো গরম মসলা গুড়ো ও নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু ও ডিম দিয়েছি।

  3. 3

    মসলা গুলো ভালো করে কষে গেলে ভাত টা ডেলে দিয়েছি।এবার মসলার সাথে ভাত টা কে ভালো করে মিশিয়ে চিনি ও বিরিয়ানি মসলা দিয়ে আবার ভালো করে কষিয়ে ডেকে দিয়েছি।নামানোর আগে ঘী ও বেরেস্তা ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছু ক্ষণ ডেকে তারপর পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes