ইলিশ সুন্দরী- (Hilsa fish in a red curry recipe in Bengali)

Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

#স্পাইসি

ইলিশ সুন্দরী- (Hilsa fish in a red curry recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৫ টুকরো ইলিশ মাছ
  2. ২ টো গোটা পটল লম্বা ভাবে হাফ করে কাটা
  3. ১ টা কাঁচা কলা লম্বা ভাবে টুকরো করে কাটা
  4. ১ টিআলু লম্বা ভাবে টুকরো করে কাটা
  5. ১ চা চামচপাঁচফোড়ন
  6. ২টিতেজপাতা
  7. ২ চা চামচজিরে বাটা
  8. ১ চা চামচলাল লঙ্কা বাটা
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ১/২ চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  11. ১ টি কাঁচা লঙ্কা
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ীসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছ গুলো সরষের তেলে ভেজে নিতে হবে(বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ইলিশের স্বাদ টা নষ্ট হয়ে যায়)।

  2. 2

    এবার ওই তেলেই পাঁচফোড়ন দিয়ে সব সবজি গুলো দিয়ে ভাজতে হবে।হালকা গোল্ডেন কালার হলেই একটা বাটিতে বাটা মশলা গুলো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে ভাজা সবজির ওপর দিয়ে, তেজপাতা দুটোও দিয়ে ভালো করে কষাতে হবে।

  3. 3

    মশলা থেকে তেল ছেড়ে এলে নিজের প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে, ঝোল ফুটতে শুরু করলে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে।

  4. 4

    সবজি সেদ্ধ হয়ে এলে ভাজা মাছ গুলো দিয়ে আরও খানিকক্ষণ ফুটতে দিতে হবে, প্রয়োজন মতো ঝোল রেখে সবশেষে নুন চেক করে নামিয়ে নিলেই রেডি ইলিশ সুন্দরী। সুন্দর গন্ধ আর রং খানা দেখেই অর্ধেক ভোজন সম্পন্ন হয়ে যাবে, বাকিটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করলেই উদর পরিতৃপ্তি 🤗।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

Similar Recipes