ডিম ভাপা (Dim bhapa recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#ebook2
#বাংলা নববর্ষের রেসিপি
নববর্ষের দিনে মাছ মাংস যা কিছু রান্না করি না কেন আমার পরিবারের সদস্যদের দাবি মেনে আমাকে ডিমের কোন পদ রাখতে হয়। এই রান্না টা খুব তাড়াতাড়ি তৈরী করা যায় আর ভাতের সঙ্গে দারুন লাগে খেতে।

ডিম ভাপা (Dim bhapa recipe in Bengali)

#ebook2
#বাংলা নববর্ষের রেসিপি
নববর্ষের দিনে মাছ মাংস যা কিছু রান্না করি না কেন আমার পরিবারের সদস্যদের দাবি মেনে আমাকে ডিমের কোন পদ রাখতে হয়। এই রান্না টা খুব তাড়াতাড়ি তৈরী করা যায় আর ভাতের সঙ্গে দারুন লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 জন
  1. 4টি ডিম
  2. 1/4 কাপপেঁয়াজ কুচি
  3. 2টেবিল চামচ টমেটো কুচি
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 2টেবিল চামচ পোস্ত বাটা
  6. 2টেবিল চামচ সর্ষে বাটা
  7. 1টেবিল চামচ সর্ষের তেল
  8. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  9. 4টি কাঁচা লঙ্কা
  10. স্বাদমতোলবণ
  11. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে লম্বা ফালি করে কেটে নিতে হবে।

  2. 2

    2 টি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্ত বেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে 1/2 টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা আর টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে কাঁচা গন্ধ চলে যায়।

  4. 4

    এবার সর্ষে আর পোস্ত বাটা র সাথে, পেঁয়াজ টমেটো র মিশ্রণ, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  5. 5

    এই মিশ্রণটি তে সেদ্ধ ডিম দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট রাখতে হবে।‌

  6. 6

    একটি টিফিন কৌটে সমস্ত মিশ্রণ ঢেলে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঢাকা বন্ধ করে 15 মিনিটের জন্য ভাপে বসাতে হবে।

  7. 7

    15 মিনিট পর ঢাকনা খুলে, উপর থেকে সরষের তেল ছড়িয়ে, গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ডিম ভাপা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes