স্পাইসি ভাত ভাজা(spicy bhaat bhaja recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#স্পাইসি

স্পাইসি ভাত ভাজা(spicy bhaat bhaja recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জনের জন্য
  1. ২৫০ গ্রাম সাধারণ চাল
  2. ১টেবিল চামচ গাজর কুচি
  3. ১টেবিল চামচ বিন্সকুচি
  4. ১ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  5. ২টেবিল চামচ পেঁয়াজ কুচি
  6. ১ চা চামচ আদা কুচি
  7. ১ চা চামচ রসুন কুচি
  8. ২টি চেরা কাঁচা লঙ্কা
  9. ৫০ গ্রাম ছোট চিংড়ি
  10. ২টি ডিম
  11. ২টি গোটা ছোট এলাচ
  12. ২টি গোটা লবঙ্গ
  13. ১ টুকরো দারচিনি
  14. ১ চা চামচ মরিচ গুঁড়ো
  15. ১ চা চামচ শাহী গরম মশলা গুঁড়ো
  16. ১টেবিল চামচ সোয়া সস
  17. ১ টেবিল চামচ সাদা তেল
  18. ২ চা চামচ বাটার/মাখন
  19. স্বাদ মতো নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ভাতটা রান্না করে ঝরঝরে অবস্থায় নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ও কাঁচা লঙ্কা,আদা কুচি, রসুন কুচি ফোড়ন দিয়ে সবজি গুলো দিয়ে অল্প ভেজে নিতে হবে ।

  3. 3

    এবার চিংড়ি মাছগুলোও কড়াইতে দিয়ে ওর সাথেই ভেজে নিতে হবে ।

  4. 4

    এবার ওতেই দুটো ডিম দিয়ে ভালো ভাবে নেড়ে ভেজে নিতে হবে ।

  5. 5

    ভাজা সবজির সাথে সোয়া সস, স্বাদ মতো নুন চিনি দিয়ে ভাতগুলো ভালো ভাবে নেড়ে ভাজতে হবে।

  6. 6

    ভাতের মধ্যে বাটার, মরিচ গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো মিশিয়ে মিনিট ৩ ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রাখলেই রেডি বাঙালির স্পাইসি ভাত ভাজা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

Similar Recipes