দম হান্ডি পনির মশালা (Dum handi paneer masala recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#নিরামিষ
#গল্পকথা
পনিরের এইটা একটা দারুণ নিরামিষ পদ। রুটি, ভাত আর পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে।

দম হান্ডি পনির মশালা (Dum handi paneer masala recipe in Bengali)

#নিরামিষ
#গল্পকথা
পনিরের এইটা একটা দারুণ নিরামিষ পদ। রুটি, ভাত আর পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৫জনের
  1. ২৫০ গ্রাম পনির
  2. ২ টেবিল চামচ সাদা তেল
  3. ১ টেবিল চামচ ঘি
  4. ১/২ চা চামচ গোটা জিরা
  5. ১/২ চিমটি হিং
  6. ১/২ চা চামচ কসুরি মেথি
  7. ১ টা দারচিনি
  8. ৩ টা এলাচ
  9. ৪ টা গোলমরিচ
  10. ৩ টা লবঙ্গ
  11. ২ টো টমেটো
  12. ১ইঞ্চি আদা
  13. ৩ টেবিল কাঁচা লংকা
  14. ১ চা চামচ ধনে গুঁড়ো
  15. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ কাপ ক্রিম
  18. ১/২ চা চামচ চিনি
  19. ১ চা চামচ ধনেপাতা কুচি
  20. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    প্রথমে টমেটো, কাঁচা লংকা আর আদা একসাথে পেষ্ট করে নিতে হবে দিয়ে তার পর পনির গুলো নিজের ইচ্ছা মত সেপে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর ২ টেবিল চামচ সাদা তেল আর ঘি গরম করে তাতে হিং, এলাচ, দারচিনি লবঙ্গ, গোলমরিচ, আর গোটা জিরা ফোড়ন দিতে হবে।

  3. 3

    তারপর কাসুরি মেথি দিয়ে আরো ৩০ সেকেন্ড নাড়তে হবে।

  4. 4

    তারপর টমেটো পেষ্টটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তাতে হলুদ, লংকা গুড়ো,ধনে গুড়ো আর নুন দিয়ে মাঝারি আঁচে কষতে হবে।

  5. 5

    মশলার থেকে তেল ছাড়বে তখন ক্রিম টা দিতে হবে। গরম মসলা গুড়ো আর চিনি সাথে ১-১/২ কাপ জল দিয়ে মিশিয়ে ফুটতে দিতে হবে।

  6. 6

    তারপর তাতে পনির গুলো দিয়ে একটা হান্ডিতে ঢেলে দিতে হবে আর কিছু ধনেপাতা কুচি দিয়ে কম আঁচে ১০-১৫,মিনিট দমে রান্না করতে হবে।

  7. 7

    তারপর ঢাকা তুলে ভাত/ রুটির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes