ভেজ কড়াই পনির (Veg kadhai paneer recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো
এই রকম করে নিরামিষ পনিরের পদ ঠাকুরের ভোগে দেওয়া হয়। এই রান্নাটি পোলাও/লুচির সাথে দারুণ লাগে খেতে।

ভেজ কড়াই পনির (Veg kadhai paneer recipe in Bengali)

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো
এই রকম করে নিরামিষ পনিরের পদ ঠাকুরের ভোগে দেওয়া হয়। এই রান্নাটি পোলাও/লুচির সাথে দারুণ লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্রাম পনির
  2. ১ টা ক্যাপ্সিকাম
  3. ১টা টমেটো
  4. ২ টো কাঁচা লংকা
  5. ১০ টা কাজু
  6. ১ চিমটি হিং
  7. ১/২ চা চামচ গোটা জিরা
  8. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ টেবিল চামচ কসুরি মেথি
  11. ১ চা চামচ আদা বাটা
  12. ১/৪ চা চামচ গরম মসলা গুড়ো
  13. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  14. পরিমাণ মতো সাদা তেল
  15. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    প্রথমে কিউব করে কেটে পনির গুলো ভেজে তুলে রাখতে হবে আর কিউব করে কেটে ক্যাপ্সিকাম গুলো ভেজে নিতে হবে।

  2. 2

    টমেটো, কাজু,কাঁচা লংকা একসাথে পেষ্ট করে নিতে হবে ।

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর আচঁটা কমিয়ে হিং, হলুদ গুড়ো, ধনে গুড়ো, আর কাসুরি মেথি দিয়ে একটু নেড়ে নিতে হবে।

  4. 4

    তারপর তাতে আদা বাটা, টমেটো পেষ্টটা দিতে হবে। তারপর লংকার গুড়ো আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    কষানো হয়ে গেলে এক কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ভেজে রাখা পনির আর ক্যাপ্সিকাম গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আচঁটা কমিয়ে ৫-৭ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।

  6. 6

    তারপর ঢাকা তুলে গরম মসলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes