সিমুইয়ের কাটোরি শ্রীখণ্ড (simuiyer katori shreekhand recipe in bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#মিষ্টি
কাটোরি মনে বাটি।সেমাইয়ের বাটি তৈরি করে তাতে শ্রীখণ্ড দিয়েছি।শ্রীখণ্ড একটি মহারাষ্ট্রের খাবার যা টক দই দিয়ে করে।

সিমুইয়ের কাটোরি শ্রীখণ্ড (simuiyer katori shreekhand recipe in bengali)

#মিষ্টি
কাটোরি মনে বাটি।সেমাইয়ের বাটি তৈরি করে তাতে শ্রীখণ্ড দিয়েছি।শ্রীখণ্ড একটি মহারাষ্ট্রের খাবার যা টক দই দিয়ে করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ২৫০ গ্রাম সিমুই
  2. ২০০ গ্রাম কনডেন্সড মিল্ক
  3. ১ টেবিল চামচ ঘি
  4. ৪০০ গ্রাম টক দই
  5. ২৫০ গ্রাম চিনি
  6. ৪ টে ছোট এলাচ
  7. 2টি দারুচিনি
  8. ১ টি বেদানা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    কড়াইতে ঘি দিয়ে সিমুই হালকা করে ভেজে নিয়ে তাতে কনডেন্সড মিল্ক দিতে হবে।কনডেন্সড মিল্ক র সিমুই ভালোমতো মাখিয়ে গেলে আগুন নেভাতে হবে ।

  2. 2

    কাপে একটু তেল মাখিয়ে নিয়ে গরম গরম সিমুই তাতে ঢেলে কাপের আকার দিতে হবে।ফ্রিজে ৩০ মিনিট সেট হতে দিতে হবে।

  3. 3

    একটি পাত্রে দই চিনি ভালো করে ফাটিয়ে নিতে হবে।এলাচ ও দারচিনি মিক্সি যে গুড়িয়ে পাউডার করে নিতে হবে। দইয়ের মিশ্রনে ওই পাউডার দিতে হবে ।ফ্রিজে রাখতে হবে।

  4. 4

    এরপর ফ্রিজ থেকে কাপ গুলো বার করে তার মধ্যে থেকে সিমুই যে কাপ এর আকার ধারণ করেছে সাবধানে সেটা কাপ থেকে বার করতে হবে।

  5. 5

    সেই সিমুয়ের বাটিতে শ্রীখণ্ড দিয়ে উপর থেকে বেদানার দানা দিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes