গোয়ান স্টাইল চিকেন কষা(goyan style chicken kosha)

স্বর্নাক্ষী চ্যাটার্জী
স্বর্নাক্ষী চ্যাটার্জী @swarnakshi_chef123

#স্পাইসি

গোয়ান স্টাইল চিকেন কষা(goyan style chicken kosha)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
2জনের
  1. 500 গ্রামচিকেন
  2. 1টা মাঝারি আলু (ঐচ্ছিক)
  3. 2টো মাঝারি পেঁয়াজ
  4. 1টা মাঝারিটমেটো
  5. 1টেবিল চামচ কাঁচা লংকা বাটা
  6. 3টেবিল চামচ আদা-রসুন বাটা
  7. 1টেবিল চামচ গরমমশলা গুঁড়ো
  8. 3টেবিল চামচ নারকেলের দুধ
  9. 1টেবিল চামচ তেঁতুলের রস
  10. 1চা চামচ হলুদ গুঁড়ো
  11. 1চা চামচ কাশ্মীরী লংকা গুঁড়ো
  12. স্বাদমতোনুন-চিনি
  13. প্রয়োজন মততেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    সব উপকরণ এক জায়গায় জড়ো করে রাখুন, পেঁয়াজ-টোম্যাটো আধবাটা করে রাখুন,

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে চিকেনের টুকরো আর আলু গুলো ভেজে পেঁয়াজ-টোম্যাটো বাটা দিন,একটু কষিয়ে আদা-রসুন বাটা,লংকা বাটা দিয়ে ভালো করে ভেজে নিন,

  3. 3

    নুন-চিনি-হলুদ দিন,তেল ছাড়তে শুরু করলে কাশ্মীরী লংকা গুঁড়ো আর তেঁতুলের রস দিন,গরমমশলা দিন, নাড়ুন,

  4. 4

    নারকেলের দুধ আর অল্প জল দিন।ঝোল ফুটে উঠলে একটু গাঢ় হলে নামিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বর্নাক্ষী চ্যাটার্জী

Similar Recipes