রসবড়া(rosbora recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_24314748
দমদম

#মিষ্টি
এটি ভীষণ রসালো একটি মিষ্টি । খুব তাড়াতাড়ি বানানোও যায়। বাচ্ছা থেকে বড়ো সকলের পছন্দের। শেষপাতে এরকম একটা মিষ্টি হলে আর কি চাই।

রসবড়া(rosbora recipe in Bengali)

#মিষ্টি
এটি ভীষণ রসালো একটি মিষ্টি । খুব তাড়াতাড়ি বানানোও যায়। বাচ্ছা থেকে বড়ো সকলের পছন্দের। শেষপাতে এরকম একটা মিষ্টি হলে আর কি চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4/5 জন
  1. 1/2 কাপময়দা
  2. 1/2 কাপসুজি
  3. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  4. 1টেবিল চামচ কুচানো কাজু বাদাম
  5. 10টা কিসমিস
  6. 2টো এলাচ
  7. 1.5 কাপ চিনি
  8. প্রয়োজন মতোজল
  9. প্রয়োজন মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সুজি, ময়দা, গুঁড়ো দুধ, কুচানো কাজু বাদাম সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে।

  2. 2

    ডো টাকে ঢেকে 10 মিনিট রেখে দিতে হবে সেট হওয়ার জন্যে।

  3. 3

    এর মধ্যে সিরা টা তৈরি করে নিতে হবে। একটা পাত্রে জল নিয়ে তাতে চিনি, এলাচ টা ফাটিয়ে দিতে হবে।অল্প আঁচে রস টা আঠালো হওয়া অবদি অপেক্ষা করতে হবে।

  4. 4

    এবার মেখে রাখা ডো টা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল বলের মত শেপ করতে হবে।আর বল গুলোর উপর একটা করে কিসমিস দিয়ে দিতে হবে।

  5. 5

    কড়াইতে তেল গরম করে বল গুলো অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু এতে ময়দা আছে তাই বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে।

  6. 6

    এবার সিরার মধ্যে বল গুলো দিয়ে অল্প আঁচে 10 মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষন পরে ঢাকনা খুলে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_24314748
দমদম
রান্না আমার শখ
আরও পড়ুন

Similar Recipes