ম্যাংগো ফিরনি (mango phirni recipe in Bengali)

Rajeka Begam
Rajeka Begam @cook_24974251

#আমারপ্রথমরেসিপি
আমের মরশুমে আম দিয়ে আমরা অনেক কিছুই করি।আমি ফিরনি চেষ্টা করলাম।খুব ভালো হয়েছে।আপনারাও করুন।

ম্যাংগো ফিরনি (mango phirni recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
আমের মরশুমে আম দিয়ে আমরা অনেক কিছুই করি।আমি ফিরনি চেষ্টা করলাম।খুব ভালো হয়েছে।আপনারাও করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ১০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ২০০ গ্রাম চিনি
  3. ১ লিটার দুধ
  4. ২ টি পাকা আমের পাল্প
  5. ২ টি দারচিনি
  6. ২ টি ছোট এলাচ
  7. ২ টি তেজপাতা
  8. ২ টেবিল চামচ গোলাপ জল
  9. ৫০ গ্রাম খোয়া ক্ষীর

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।তারপর মিক্সার এ একটু দানা দানা থাকবে এমন ভাবে বাটতে হবে।

  2. 2

    আমের পাল্প বার করে ছাঁকনি তে ঘষে নিতে হবে যাতে পাল্পের মধ্যে কোনো ছিবরে না থাকে।তারপর একটি পাত্রে আমের পাল্প নিয়ে ১ চামচ মত চিনি দিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে।

  3. 3

    দুধ ও চাল একসাথে ফুটতে দিতেহবে।তার মধ্যেই এলাচ তেজপাতা দালচিনি ১ চিমটি নুন দিতে হবে।ক্রমশ নাড়তে হবে।একটু ঘন হলে চিনি দিয়ে আরো ঘন করতে হবে।

  4. 4

    হাতার মধ্যে লেগে থাকবে এমন ঘন হলে খোয়া ক্ষীর গোলাপ জল দিয়ে নামাতে হবে। নামা বার পর উপর থেকে একটু ঘী দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

  5. 5

    একটু ঠাণ্ডা হলে একটা গ্লাসে ফিরনি দিয়ে উপর থেকে আমের পাল্প দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajeka Begam
Rajeka Begam @cook_24974251

Similar Recipes