ফিরনি (phirni recipe in bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#পূজা2020
2nd week
যদিও ফিরনি একটি মোগলাই ডেজার্ট, কিন্তু এটা আজকাল বাঙালির হেঁশেল এ জায়গা করে নিয়েছে, খাবার পর ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে খুবই ভালো লাগে।

ফিরনি (phirni recipe in bengali)

#পূজা2020
2nd week
যদিও ফিরনি একটি মোগলাই ডেজার্ট, কিন্তু এটা আজকাল বাঙালির হেঁশেল এ জায়গা করে নিয়েছে, খাবার পর ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 1 লিটারফুল ক্রিম দুধ
  2. 1/2 কাপগোবিন্দভোগ চাল
  3. 1/2 কাপচিনি
  4. 100 গ্রামখোয়া ক্ষীর
  5. 1/4 চা চামচকেওড়া জল
  6. 1/2 চা চামচজাফরান

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে দু'ঘণ্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিন। এরপর গ্রাইন্ডার এ গুঁড়ো করে নিন।

  2. 2

    একটি পাত্রে দুধ জাল করতে বসান। দুধ ভালো করে ফুটতে শুরু করলে দু হাতা সরিয়ে জাফরান দুধে ভিজিয়ে রাখুন। খোয়া ক্ষীর গ্রেট করে রাখুন।

  3. 3

    দুধ ফুটে অর্ধেক হয়ে আসলে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ভাল করে নাড়তে থাকুন। কোনরকম ডেলা যাতে না থাকে।

  4. 4

    5_7 মিনিট পর চাল সেদ্ধ হয়ে আসলে গ্রেট করা খোয়াক্ষীর ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুঁটিয়ে নিন।

  5. 5

    বেশ কিছুটা ঘন হয়ে আসলে দুধে ভেজানো জাফরান ও কেওড়া জল মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।

  6. 6

    পরিবেশনের পাত্রে ঢেলে রুম টেম্পারেচারে এনে ফয়েল পেপারে মুরে সারারাত ফ্রিজে রেখে দিন।

  7. 7

    এরপর ফ্রিজ থেকে বের করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ফিরিনি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes