#উচ্ছে চচ্চড়ি (ucche chacchori recipe in Bengali)

Samragni Mukherjee
Samragni Mukherjee @cook_24688409

#তেঁতো /টক: এটা আমার দিদা র রেসিপি। যদিও দিদা র কাছে শেখা র সৌভাগ্য আমার হয় নি।এটা আমার মা এর কাছে আমি শিখেছি। যারা তেতো খেতে ভালোবাসে তারা এটা রান্না করে দেখতে পারেন।

#উচ্ছে চচ্চড়ি (ucche chacchori recipe in Bengali)

#তেঁতো /টক: এটা আমার দিদা র রেসিপি। যদিও দিদা র কাছে শেখা র সৌভাগ্য আমার হয় নি।এটা আমার মা এর কাছে আমি শিখেছি। যারা তেতো খেতে ভালোবাসে তারা এটা রান্না করে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ১ টা বড়ো উচ্ছে
  2. ৩ টে পাকা পটল
  3. ৪ টে মাঝারি আলু
  4. ১/২ বেগুন
  5. ১ টা শুকনো লঙ্কা
  6. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  7. ৮ টাবড়ি
  8. ২ চা চামচ সর্ষে পোস্ত বাটা
  9. পরিমাণ মতসর্ষের তেল
  10. স্বাদ মত নুন
  11. ১/২ চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু,বেগুন,পটল ডুমো ডুমো করে কেটে ভেজে নিতে হবে।বরি ভেজে তুলে নিতে হবে।আর উচ্ছে সরু করে কেটে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে তেল দিয়ে আলু,পটল,বেগুন, উচ্ছে সব সবজি দিয়ে সরষে পস তো বাটা দিয়ে কিছু ক্ষন রান্না করতে হবে।

  3. 3

    এরপর এতে নুন,হলুদ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। কিছু ক্ষন পর সব সবজি সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রাখতে হবে।

  4. 4

    এবার কড়াই তে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সেদ্ধ করা সবজি গুলো দিয়ে ভাজতে হবে।

  5. 5

    ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে ওপর দিয়ে বরি গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samragni Mukherjee
Samragni Mukherjee @cook_24688409

মন্তব্যগুলি (5)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
Darun hoeche 👌amar recipe gulo dekho valo lagle like comment r anusharan deo ❤

Similar Recipes