পেঁপের টক-মিষ্টি চাটনি(penper tok misti chutny recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#তেঁতো/টক
#চতুর্থ সপ্তাহ
শুধু ভাতের সাথে নয়, রুটি বা পরটার সাথে ও বেশ জমে যায় পেঁপের এই টক মিষ্টি চাটনি।

পেঁপের টক-মিষ্টি চাটনি(penper tok misti chutny recipe in Bengali)

#তেঁতো/টক
#চতুর্থ সপ্তাহ
শুধু ভাতের সাথে নয়, রুটি বা পরটার সাথে ও বেশ জমে যায় পেঁপের এই টক মিষ্টি চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
6জন
  1. 3 কাপগ্রেট করা কাঁচা পেঁপে
  2. 3 কাপচিনি (একই কাপের)
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. 1/2 পাতিলেবুর রস
  5. প্রয়োজন অনুযায়ীকিসমিস ও কাঠবাদাম
  6. 1টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    পেঁপের খোসা ছাড়িয়ে কুড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে,ধুয়ে রাখা পেঁপে ও নুন দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি মেশাতে হবে।

  3. 3

    চিনি ভালো ভাবে মিশিয়ে গ্যাস লো তে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। একটু পড়ে পড়ে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নীচে লেগে না যায়।

  4. 4

    পেঁপে সেদ্ধ হলে ও চিনির জল শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দিয়ে কিসমিস, কাঠবাদাম কুচি ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে টক-মিষ্টি পেঁপের চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes