গাঁটি কচু বেগুন দিয়ে রুই মাছের ঝোল (gathi kochu begun diye rui macher jhol recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

গাঁটি কচু বেগুন দিয়ে রুই মাছের ঝোল (gathi kochu begun diye rui macher jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 6 টুকরোরুই মাছ
  2. 8 টিকচু লম্বা লম্বি দুুুই ফালি করে কাটা
  3. 1টিবেগুন লম্বা করে কাটা
  4. 1টি টমেটো কুচি
  5. 1টিপেঁয়াজ কুচি
  6. 1টেবিল চামচআদা রসুন বাটা
  7. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  8. 1/2 চা চামচধনেগুঁড়ো
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 2টিটো শুকনো লঙ্কা গোটা
  12. 1/2 চা চামচকালো জিরে
  13. স্বাদ অনুযায়ীলবণ
  14. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছের মধ্যে হলুদ ও নুন মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে । ঐ তেলের মধ্যেই বেগুন গুলোও ভেজে তুলে রাখতে হবে ।

  2. 2

    তার পর ঐ কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরণ দিতে হবে ।তার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে ।

  3. 3

    পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে কচু গুলো দিয়ে দিতে হবে ।একটু নেরে চেরে ভাজতে হবে ।তার পর ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে, জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,ধনেগুঁড়ো ও হলুদ দিতে হবে ।

  4. 4

    একটু নেরে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নেড়ে কষাতে হবে ।

  5. 5

    মশলা ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে আর ভেজে রাখা বেগুন গুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ।

  6. 6

    কচু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে ।একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে ।ব্যাস রেডি কচু বেগুন মাছ দিয়ে ঝোল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes