তেঁতোর ডাল (tento dal recipe in Bengali)

Riya Samadder
Riya Samadder @cook_20259284

#সপ্তাহ 4 - #তেঁতো/টক 
এই ডাল হেনো কোনো বাঙালি নাই খাইনি বা ভালো বসে না। গরম গরম ভাত র তেতোর ডাল র বেগুন ভাজা ভীষণ প্রিয় আমার।

তেঁতোর ডাল (tento dal recipe in Bengali)

#সপ্তাহ 4 - #তেঁতো/টক 
এই ডাল হেনো কোনো বাঙালি নাই খাইনি বা ভালো বসে না। গরম গরম ভাত র তেতোর ডাল র বেগুন ভাজা ভীষণ প্রিয় আমার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপমুগ ডাল
  2. ৩-৪টিউচ্ছে
  3. প্রয়োজন মতোসর্ষের তেল ( ভাজার জন্য)
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. ১ চা চামচহলুদ
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১/২ লাউ
  8. ২টিশুকনো লঙ্কা
  9. 1/2 চা চামচপাঁচফোড়ন
  10. ২ চা চামচঘি
  11. স্বাদ মতচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    উচ্ছে পাতলা আর চাকা চাকা করে কেটে সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে রাখুন। এবার মুগ ডাল শুকনো খোলায় হাল্কা লালচে করে ভেজে নিন।

  2. 2

    লাউ ডুমো ডুমো করে কেটে নিন। প্রেশার কুকারে মুগ ডাল, লাউয়ের টুকরো সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।

  3. 3

    এ বার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর ফো়ড়ন দিন তাতে আদা বাটা ও যোগ করুন একটু নাড়াচাড়া করে। তাতে সেদ্ধ ডাল আর লাউ দিয়ে দিন। এ বার ভাজা উচ্ছের টুকরো আর স্বাদ মতো নুন চিনি দিয়ে ডাল ফুটতে নিন। ডাল ফুটে উঠলে আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।

  4. 4

    ধোঁয়া ওঠা বাঁশকাঠি চালের ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Samadder
Riya Samadder @cook_20259284
রান্না করতে ভালো বাসি
আরও পড়ুন

Similar Recipes