শিউলি বেগুন ঘন্ট(shiuli begun ghonto recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#ebook2_নববর্ষ
তদানীন্তন বাংলাদেশের গ্রামের রোজকার খাদ্যাভ্যাসে হাট থেকে কিনে আনা বিশেষ কোন উপকরণ লাগতো না। তবুও দ্বিপ্রাহরিক ভোজনে শুক্তো/তিতো পদ দিয়ে শুরু করে, পাঁচ পদ অনায়াসেই বাড়ির মহিলারা বানিয়ে ফেলতেন। বরিশালের চাঁদশী অঞ্চলে, আমার মামাবাড়ির হেঁসেল থেকে নিয়ে এলাম এই সাবেকী পদটি। আমার তো খুবই ভাল লেগেছে। আপনারাও বানিয়ে দেখবেন অবশ্যই।

শিউলি বেগুন ঘন্ট(shiuli begun ghonto recipe in Bengali)

#ebook2_নববর্ষ
তদানীন্তন বাংলাদেশের গ্রামের রোজকার খাদ্যাভ্যাসে হাট থেকে কিনে আনা বিশেষ কোন উপকরণ লাগতো না। তবুও দ্বিপ্রাহরিক ভোজনে শুক্তো/তিতো পদ দিয়ে শুরু করে, পাঁচ পদ অনায়াসেই বাড়ির মহিলারা বানিয়ে ফেলতেন। বরিশালের চাঁদশী অঞ্চলে, আমার মামাবাড়ির হেঁসেল থেকে নিয়ে এলাম এই সাবেকী পদটি। আমার তো খুবই ভাল লেগেছে। আপনারাও বানিয়ে দেখবেন অবশ্যই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
  1. ১টা গোল বেগুন অথবা ৪-৫ টা সরু লম্বা বেগুন।
  2. ১৫-২০ টা শিউলি পাতা কুচানো
  3. ১/২ কাপ মুসুর ডাল বাটা
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ পাঁচ ফোড়ন
  6. ২ টেবিল চামচ সর্ষের তেল।
  7. স্বাদানুযায়ী লবণ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রাখুন।

  2. 2

    মুসুরি ডাল বাটা তে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে, গরম তেলে ছোট ছোট বড়ির মতো ভেজে নিন।

  3. 3

    শিউলি পাতা ভাল করে ধুয়ে মিক্সিতে কুচানো শাকের মতো, আধা পেষা করে নিন।মিহি করবেন না। ছবিটা দেখে নিন।

  4. 4

    কড়াইতে গরম তেলে পাঁচফোড়ন দিয়ে হলুদ মাখানো বেগুন ভেজে নিন।আঁচ কম রাখবেন।যখন বেগুনে রঙ ধরবে তখন হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে দিন।

  5. 5

    কুচানো শিউলিপাতা গুলো কড়াইতে দিয়ে দিন।লবণ দিয়ে, হাল্কা হাতে পাতাগুলো বেগুনের সাথে মিশিয়ে দিন। এবার ভেজে রাখা ডালের বড়া কড়াইতে দিয়ে, নেড়ে দুমিনিট রেখে নামিয়ে নিন। গরম ভাতে প্রথম পাতে দারুন লাগে বাংলাদেশের এই শিউলি বেগুন ঘন্ট খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

মন্তব্যগুলি (9)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460
দি এটা আমি নতুন শিখলাম,আমরা চালকুমড়া দিয়ে শিউলি পাতার সুক্ত করি , বেগুন দিয়ে কখনো বানাইনি। বানিয়ে দেখবো।
( সম্পাদিত )

Similar Recipes