শিউলি পাতার শুক্তো(Sheuli patar shukto recipe in bengali)

Bakul Samantha Sarkar
Bakul Samantha Sarkar @Tanu90_kitchen

#ফেব্রুয়ারি৩
শুক্তো রেসিপি টা বেছে নিলাম।

শিউলি পাতার শুক্তো(Sheuli patar shukto recipe in bengali)

#ফেব্রুয়ারি৩
শুক্তো রেসিপি টা বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা।
5-6জন।
  1. 2 টোআলু
  2. 2 টোকাঁচকলা
  3. 1 টাগাজর
  4. 1/2 পেঁপে
  5. 1 টা মূলো
  6. 7-8টিবরবটি(লাল ও সবুজ)।
  7. 4-5টিসজনে ডাঁটা
  8. 1টিঝিঙে
  9. 1 কাপছোলার ডাল
  10. 10-12টিশিউলি পাতা
  11. 2 চা চামচরাঁধুনি
  12. 1 চা চামচপাঁচফোড়ন
  13. 1 চা চামচসাদা সর্ষে
  14. 1 চা চামচকালো সর্ষে
  15. 2ইঞ্চিআদা

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা।
  1. 1

    প্রথমে রাধুনি ও কালো সরষে শুকনো কড়াইতে নেড়ে গুড়ো করে ঢেকে রাখতে হবে।কটা শিউলি পাতে তেলে ভেজে গুড়ো করে রাখতে হবে।

  2. 2

    এবার সমস্ত সবজি বড় বড় করে কেটে ধুয়ে নুন মেখে রাখতে হবে।

  3. 3

    ডাল আগের দিন ভিজিয়ে রাখতে হবে।

  4. 4

    আগের দিন ভিজিয়ে রাখা ছোলার ডাল আদা দিয়ে বেটে নিয়ে তার মধ‍্যে শিউলি পাতা কুচিয়ে ছোট ছোট বড়া করে তুলে রাখতে হবে।

  5. 5

    বাকি থাকা তেল এ আর একটু তেল দিয়ে রাধুনিওপাঁচফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে নেড়ে সমস্ত সবজি দিতে হবে।আস্তে আস্তে ঢেকে ঢেকে সব সবজি ভেজে নুন ওজল দিতে হবে।

  6. 6

    সবজি সেদ্ধ হলে সাদা ও কালো সরষে বাটা দিয়ে নাড়তে হবে।

  7. 7

    গ‍্যাস বন্ধ করা করার আগে গুড়ো করে রাখা শিউলি পাতা ও বড়াগুলো দিতে হবে।

  8. 8

    ঘি দিতে হবে

  9. 9

    নামানোর পর ভেজে গুড়ো করে রাখা রাঁধুনি ও সরষে দিয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bakul Samantha Sarkar
Bakul Samantha Sarkar @Tanu90_kitchen
cooking is my remedies of all pain....
আরও পড়ুন

Similar Recipes