দুধ শুক্তো(Dudh sukto recipe in bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

#তেঁতো/টক #৪রর্থ সপ্তাহ
বাঙালির যেকোনো অনুষ্ঠান শুক্তো ছাড়া অসম্পূর্ণ। বিভিন্ন সবজি,ঘী,পোস্ত,দুধ সহযোগে একটি অসাধারণ পদ। দুধ শুক্তো একটি সুস্বাদু এবং পুষ্টিকর পদ।

দুধ শুক্তো(Dudh sukto recipe in bengali)

#তেঁতো/টক #৪রর্থ সপ্তাহ
বাঙালির যেকোনো অনুষ্ঠান শুক্তো ছাড়া অসম্পূর্ণ। বিভিন্ন সবজি,ঘী,পোস্ত,দুধ সহযোগে একটি অসাধারণ পদ। দুধ শুক্তো একটি সুস্বাদু এবং পুষ্টিকর পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৫-৬ জন
  1. ১ টি মাঝারি মাপের আলু
  2. ১ টি বেগুন
  3. ১ টি বড়ো মুলো
  4. ২ টি করোলা
  5. ২ টো ডাঁটা
  6. ৪-৫ টা ছোটো কচু
  7. ১ টা কাঁচা কলা
  8. ৬-৮ টি মাঝারি মাপের বড়ি
  9. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  10. ১ চা চামচ সরষে বাটা
  11. ১/৪ চা চামচ রাঁধুনি বাটা
  12. ১/৪ চা চামচ আদা বাটা
  13. ২ চা চামচ চিনি
  14. ১ কাপ দুধ+১/৪ চা চামচ (একসাথে মিশিয়ে নিতে হবে)
  15. ২ টেবিল চামচ সরষের তেল
  16. ২ চা চামচ ঘি
  17. ১/২ চা চামচ পাঁচ ফোড়ন
  18. ২ টি তেজপাতা
  19. স্বাদ মতনুন
  20. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে বড়ি ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    তারপর ওই তেলে তেই প্রথমে দাটা দিয়ে একটু ভাজা হলে বাকি সব সবজি দিয়ে হালকা করে ভেজে পরিমণমতো জল,নুন আর চিনি দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে ১ চা চামচ ঘী দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিতে হবে।

  5. 5

    ফোড়ন ভাজা হলে ওতে আদা বাটা, পোস্ত বাটা, সরষে বাটা দিয়ে কসিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর ঘী ছেড়ে দিলে সেদ্ধ করা সবজি দিয়ে ফোটাতে হবে যতক্ষণনা সব সবজি পুরোপুরি সেদ্ধ হচ্ছে।

  7. 7

    এরপর সবজি সেদ্ধ হলে গ্যাস কমিয়ে দুধ এবং ময়দার মিশ্রণ আর রাধুনি বাটা দিতে হবে।

  8. 8

    একবার ফুটে উঠলে গ্যাস বন্ধ করে বাকি ঘী দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes