বেসন আলুর ক্রিস্পি পকোড়া (besan aloo crispy pakora recipe in Bengali)

Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

#monsoon2020
নতুন ধরনের একটি স্ন্যাকস বৃষ্টির দিনে সন্ধ্যেতে অসাধারণ লাগে।।।।

বেসন আলুর ক্রিস্পি পকোড়া (besan aloo crispy pakora recipe in Bengali)

#monsoon2020
নতুন ধরনের একটি স্ন্যাকস বৃষ্টির দিনে সন্ধ্যেতে অসাধারণ লাগে।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 2 কাপবেসন
  2. 1 টাআলু বড়ো সাইজের
  3. 1 চা চামচকাঁচা লঙ্কা মিহি করে কাটা
  4. 1 চা চামচরসুন গ্রেট করা -
  5. 1 চা চামচগোটা জিরে
  6. 1 চা চামচজোয়ান
  7. 1/2কাপধনেপাতা কুচি
  8. স্বাদ মতোচিনি সামান্য
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. 1 চা চামচধনেগুড়ো
  11. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচ ভাজা মশলা
  13. স্বাদ মতোনুন
  14. 1/4 চা চামচহলুদ
  15. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,নুন,হলুদ,লঙ্কা কুচি, রসুন কুচি, গোটা জিরে, জোয়ান সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।।।

  2. 2

    এরপর কড়াইতে সাদা তেল গরম করে বেসন টা ব্যাটার টা ঢেলে দিতে হবে এবং ঢালার সাথে সাথে সমানে নাড়তে হবে।।।1,2 মিনিট সমানে নাড়ার পর যখন করাই থেকে ছেড়ে আসবে তখন আরেকটু নেড়ে ঢেলে রাখতে হবে।।।।।

  3. 3

    এরপর একটু ঠান্ডা হলে একটা গ্রেট করা আলু, ভাজা মসলা, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখতে হবে।।।যাতে সব কিছু ভালো করে মিশে যায়।।।।এবার হাতে একটু তেল নিয়ে ভালো করে মিশ্রণ টাকে চিকন করে নিতে হবে।।।

  4. 4

    এরপর একটা থালায় তেল মাখিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে

  5. 5

    এরপর সেটাকে ফ্রিজে সেট হতে দিতে হবে কিছুক্ষনের জন্য।।।

  6. 6

    কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে ইচ্ছে মতো shape এ কেটে নিতে হবে।।।

  7. 7

    এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে কাটা টুকরো গুলো এক এক করে ছাড়তে হবে।।।।ছাকা তেলে নয় এমনি পকড়ার মতো করে ভাজতে হবে।।।।কিন্তু ভাজার সময় নিচে টা ভালো করে লাল হলে তবেই ওল্টাতে হবে।।।।ওপর পিঠ ও লাল করে ভাজার পর করাই থেকে তুলতে হবে।।।।নাহলে কিন্ত ভেঙে যাবে।।।।।

  8. 8

    এরপর ধনেপাতার চাটনি বা টমেটো সস এর সাথে গরম পরিবেশন করুন।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

Similar Recipes