পাঁচ মিশালি ডাল (panch mishali dal recipe in Bengali)

Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

#ebook2
# বাংলা নববর্ষ স্পেশাল রেসিপি
বাংলা নববর্ষ মানেই আনন্দ আর খাওয়া-দাওয়া। দুপুরে গরম ভাতের সাথে ডাল থাকবেই থাকবে নববর্ষের দিনে। আমি নববর্ষের দিনে একটা স্পেশাল পাঁচ মিশালি ডাল রান্না করি যেটা বাড়ির সবাই ভালোবেসে, চেটেপুটে খায়।

পাঁচ মিশালি ডাল (panch mishali dal recipe in Bengali)

#ebook2
# বাংলা নববর্ষ স্পেশাল রেসিপি
বাংলা নববর্ষ মানেই আনন্দ আর খাওয়া-দাওয়া। দুপুরে গরম ভাতের সাথে ডাল থাকবেই থাকবে নববর্ষের দিনে। আমি নববর্ষের দিনে একটা স্পেশাল পাঁচ মিশালি ডাল রান্না করি যেটা বাড়ির সবাই ভালোবেসে, চেটেপুটে খায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
5 জনের জন্য
  1. ১ মুঠোমসুর ডাল
  2. ১ মুঠোমুগ ডাল
  3. ১ মুঠোবিউলির ডাল
  4. ১ মুঠোছোলার ডাল
  5. ১ মুঠোমটর ডাল
  6. ১ বড়সাইজের পিয়াজ কুচি
  7. 5/6 টা রসুনকুচি
  8. ১ বড়সাইজের টমেটো কুঁচি
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 2 চা চামচজিরা গুঁড়ো
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদমতোনুন
  13. স্বাদমতোচিনি
  14. 1 চা চামচকসৌরি মেথি
  15. কাঁচা লঙ্কা কুচি
  16. 2 চা চামচআদা কুচি
  17. 2টেবিল চামচ সাদা তেল
  18. 1 টেবিল চামচঘী

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে পাঁচ রকমের ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে, পেশার কুকারে দিয়ে এর সাথে নুন
    ও পরিমাণমতো জল দিয়ে, তিনটে সিটি দিয়ে, নামিয়ে নিলাম।

  2. 2

    এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে, তার মধ্যে কসৌরি মেথি ফোড়ন দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিলাম। পেঁয়াজ হালকা ভাজা হবার পর এর মধ্যে আদা কুচি ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এরপরের মধ্যে টমেটো কুচি টা দিয়ে দিলাম

  3. 3

    টমেটো হালকা ভাজা হবার পর এরপর এর মধ্যে জিরেগুঁড়ো,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো টা দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানোর পর এরপর এর মধ্যে সেদ্ধ পাঁচ রকমের ডালটা যোগ করলাম

  4. 4

    এরপর এর এরমধ্যে স্বাদমতো নুন ও চিনি যোগ করলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ডালটাকে ফুটতে দিলাম।

  5. 5

    ডাল ফুটে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলাম এবং তারপর ঘি এর উপর ছড়িয়ে দিয়ে ফ্লেম অফ করে দিলাম ডালটা টা নামিয়ে নিলাম।

  6. 6

    এবার সুন্দর করে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

Similar Recipes