হলুদ-কাঁচালঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল(holud kacha lonka diye illish maacher jhol)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#ebook2
#জামাইষষ্ঠী

দুপুরে গরম ভাতের সাথে ইলিশ মাছের এইরকম ঝোল সবার খুব প্রিয়।

হলুদ-কাঁচালঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল(holud kacha lonka diye illish maacher jhol)

#ebook2
#জামাইষষ্ঠী

দুপুরে গরম ভাতের সাথে ইলিশ মাছের এইরকম ঝোল সবার খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1/2 ঘন্টা
4 জন
  1. 4 পিসইলিশ মাছ
  2. 8 টাকাঁচালঙ্কা (6 টা বাটা ও 2টো চেরা)
  3. 1.5 চা চামচ হলুদ গুঁড়ো
  4. 1/4 চা চামচকালোজিরে
  5. স্বাদ মতোনুন
  6. 6টেবিল চামচ সর্ষের তেল
  7. প্রয়োজন মতো জল

রান্নার নির্দেশ সমূহ

1/2 ঘন্টা
  1. 1

    মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে। 1টেবিল চামচ জলে 1 চা চামচ হলুদ গুরো গুলে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে মাছ গুলো এপাশ ওপাশ করে, হাল্কা ভাবে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেলে কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে কাঁচালঙ্কা বাটা দিয়ে অল্প নেড়েই হলুদ গুরো গোলা জলটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে 2কাপ জল ও নুন দিয়ে ফুটতে দিতে হবে। টগবগ করে ফুটে উঠলে মাছ গুলো ছেড়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট।

  4. 4

    5 মিনিট পর ঢাকা সরিয়ে আঁচ বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes