ডেকাডেন্ট চকোলেট কেক (Decadent chocolate cake recipe in Bengali)

sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

#NoOvenBaking
এটি শেফ্ নেহার থেকে শেখা | এই রেসিপিটা খুব কম সময়ে এবং খেতেও সুস্বাদু হয়

ডেকাডেন্ট চকোলেট কেক (Decadent chocolate cake recipe in Bengali)

#NoOvenBaking
এটি শেফ্ নেহার থেকে শেখা | এই রেসিপিটা খুব কম সময়ে এবং খেতেও সুস্বাদু হয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ জন
৬ জনের জন্য
  1. ৩/৪ কাপ আটা
  2. ১/২ টেবিল চামচ বেকিং সোডা, পাউডার
  3. ২ টেবিল চামচ কোকো
  4. ১/২কাপ বা ১০০ গ্রাম চিনি
  5. ৩ চা চামচ তেল
  6. ২ চা চামচ ভিনিগার
  7. ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স
  8. ১/২ কাপ জল
  9. স্বাদমতোনুন
  10. ১০০ গ্রাম চকলেট

রান্নার নির্দেশ সমূহ

৩০ জন
  1. 1

    প্রথমে পাএে ভালো করে তেল বা মাখন লাগিয়ে তাতে কোকো পাউডার ছড়িয়ে গ্রিস করে নিতে হবে

  2. 2

    তারপর একটা ছাকনিতে আটা,বেকিংসোডা,বেকিং পাউডার,নুন,তেল,চিনিএকসাথে মিশিয়ে ছেঁকে নিতে হবে| তারপর এরমধ্যে চিনি মিশিয়ে দিতে হবে

  3. 3

    তারপর মিশ্রনটিকে পাএে কেকের বাটার ঢেলে দিতে হবে|

  4. 4

    এরপর কড়াইতে নুন দিয়ে একটা স্ট্যান্ড গ্যাসে বসিয়ে প্রি হিট করে নিতে হবে| তারপর কেকের পাএটিকে কড়াইতে রেখে দিতে হবে বেক হবার জন্য ২৫ -৩০ মিনিট

  5. 5

    তারপর কেক এতে কাঠি ঢুকিয়ে দেখে নিতে হবে যে কেকটি হয়ে গেছে কিনা | কেক হয়ে গেলে তা ঠাণ্ডা করে নিতে হবে

  6. 6

    এবার চকলেট কেকের উপরের গ্রানাস তৈরি করার জন্য বাটার, ফ্রেশক্রিম ও চকলেট গ্যাসে মেল্ট করে নিতে হবে |

  7. 7

    তারপর চকলেট কেকের উপর গ্রানাস দিয়ে নিজের মতো করে ডেকোরেশন করলেই রেডি চকলেট ডেকাডেন্ট কেক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

Similar Recipes