ডাল ফ্রাই বা ডাল তরকা পাঞ্জাবি স্টাইল (dal fry /dal tarka recipe in Bengali)

Deb Lina Sarkar
Deb Lina Sarkar @cook_25613814

#ডাল
#আমরা দশভূজা

ডাল ফ্রাই বা ডাল তরকা পাঞ্জাবি স্টাইল (dal fry /dal tarka recipe in Bengali)

#ডাল
#আমরা দশভূজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পুরোটা শেষ করতে ৪৫  মিনিট
৭ জন
  1. ২৫০ গ্ৰাম অড়হর ডাল
  2. স্বাদ মতো লবণ
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ৩ চা চামচ আমূল ঘি
  5. ২ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১ চিমটি হিং
  7. ৪ টি গোটা লাল লঙ্কা
  8. ১০- ১২ কোয়া রসুন কুচি
  9. ২ ইঞ্চি আদা কুচি
  10. ২ টি বড়ো পেঁয়াজ কুচি
  11. ২ টি বড়ো টমেটো কুচি
  12. ২ চা চামচ ধনের গুঁড়ো
  13. ৪ আঁঁটি ধনেপাতা
  14. ২ চা চামচ গোটা জিরা
  15. ২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

পুরোটা শেষ করতে ৪৫  মিনিট
  1. 1

    প্রথমে ২৫০ গ্ৰাম অড়হর ডালটি ভালো করে জলে ধুয়ে নিতে হবে | অড়হর ডাল ১৫ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে |

  2. 2

    তারপর পেশার কুকারে ডাল সিদ্ধ করতে ২ কাপ জল দিয়ে ২ টো সিটি পড়ার পর নামিয়ে নিতে হবে |

  3. 3

    ডাল তৈরি করার জন্য একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমূল ঘি ২ চামচ দিতে হবে | ঘি গরম হয়ে আসার পর গোটা জিরা ১ চামচ, ১ চিমটে হিং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না জিরা টি একটু ভাজা হছে |

  4. 4

    জিরা ভাজা ভাজা হয়ে এলে গোটা লাল লঙ্কা ৪ টি দিতে হবে |

  5. 5

    এরপর ২ টি পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে ২ টি টমেটো কুচি, ১০ - ১২ টি রসুন কুচি, ২ ইঞ্চি আদা কুচি (এখানে পেঁয়াজ, রসুন,আদা, টমেটো পেস্ট করেও দেওয়া যেতে পারে) সব দিয়ে ২ মিনিট নাড়িয়ে মশলা গুলো দিতে হবে | লবণ পরিমান মতো, হলুদ ১ চামচ, জিরা গুঁড়া ৩ চামচ, অল্প ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ গুলো মিশিয়ে নিতে হবে |‌ পুরো মশলা গুলো ভালো করে কষিয়ে নিতে হবে ২ - ৩ মিনিটের মতো (যতক্ষণ না মশলার থেকে তেল বের হচ্ছে) |

  6. 6

    মশলা তৈরি করার পর পেশারে সেদ্ধ করা ডাল টা দিয়ে দিতে হবে | স্লো ফ্লেমে করে ৪ - ৫ মিনিট মতো ফুটাতে হবে | ডাল খুব বেশি পাতলা হবে না একটু ঘন রাখলে খেতে ভালো লাগবে |

  7. 7

    তরকা বানানোর জন্য অন্য একটা প্যেনের মধ্যে ১ চামচ ঘি গরম করে ১ চামচ গোটা জিরা দিয়ে আবারও জিরাটি অল্প ভাজা হয়ে এলে লঙ্কার গুঁড়ো ২ চামচ এবং ধনেপাতা দিয়ে ১ মিনিটের মতো নারিয়ে নিতে হবে | এভাবেই তরকা তৈরি করতে হবে |

  8. 8

    তরকাটা তৈরি হয়ে এলে রান্না করা ডাল এর ওপরে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে "ডাল ফ্রাই বা ডাল তরকা"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Deb Lina Sarkar
Deb Lina Sarkar @cook_25613814

Similar Recipes