চকলেট কেক(Chocolate cake recipe in bengali)

Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

#NoOvenBaking
নেহা জির থেকে শিখে আমার হাসব্যান্ড এর জন্মদিনে বানালাম|
ধন্যবাদ কুকপ্যাড, ধন্যবাদ নেহা জি

চকলেট কেক(Chocolate cake recipe in bengali)

#NoOvenBaking
নেহা জির থেকে শিখে আমার হাসব্যান্ড এর জন্মদিনে বানালাম|
ধন্যবাদ কুকপ্যাড, ধন্যবাদ নেহা জি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩/৪ কাপ আটা
  2. ১/২ টেবিল চামচ বেকিং সোডা
  3. ১চিমটি লবণ
  4. ২ টেবিল চামচ কোকো পাউডার
  5. 100 গ্রামচিনি গুঁড়ো
  6. ৩ টেবিল চামচ সাদা তেল
  7. ২ টেবিল চামচ ভিনেগার
  8. ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স
  9. ১/২ কাপ জল
  10. টপিং এর জন্য
  11. ১০০ গ্রাম চকলেট
  12. ৫০ গ্রাম ক্রিম
  13. ১ প্যাকেট জেমস লজেন্স

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বাটিতে বাটার ব্রাশ করে নিন ওপরে অয়েল পেপার দিয়ে রেখে দিন। অন্য দিগে একটি চালুনি মধ্যে আটা, কোকো পাউডার, বেকিং সোডা, নুন ও চিনি একসাথে মিশিয়ে চেলে নিন। অন্য একটি মিক্সিং বোলে জল, ভিনেগার,তেল এবং ভ্যানিলা এসেন্স ভাল করে মিশিয়ে নিন।

  2. 2

    এবার একটি বড়ো কড়াইতে নুন ও একটি স্ট্যান্ড রাখুন। ঢেকে দিয়ে হাই ফ্লেমে ৫-৮ মিনিট গরম করুন।

  3. 3

    এবার আটা ও কোকো পাউডার মিশ্রনটি জলে ঢেলে ভালো করে মিশিয়ে নিন।বাটার ব্রাশ করা পাত্রে ঢেলে প্রে হিট ওভেনে বসান প্রথমে হাই ফ্লামে ১০ মিনিট তারপর মাঝারি ফ্লামে 20 মিনিট। তারপর একটি টুথপিক বা চাকু সাহায্যে চেক করে নিতে পারেন। 10 ঠাণ্ডা করে কেকের উপরে দুধ ব্রাশ করুন নরম ও মসৃণ ক্রাস্টের জন্য। এবার কেক সাবধানে আনমোল্ড করে ঠান্ডা হতে দিন।

  4. 4

    কেক ঠান্ডা হবার সময়ে মধ্যে ক্রিম তৈরি করুন। একটি পাত্রে গরম ক্রিম ও ডার্ক চকলেটের টুকরো নিয়ে মিশিয়ে নিন ভালো করে ভালো করে ফেটিয়ে নিন।এবার কেকের উপর চকলেটের গোলা ঢেলে উপরে জেমস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

Similar Recipes