দই কাতলা (Dohi katla recipe in bengali)

Jaba Sarkar Jaba Sarkar
Jaba Sarkar Jaba Sarkar @cook_16639408
Suri Birbhum

#ebook2
#জামাইষষ্ঠী
দই কাতলা রেসিপি টি একটা ঐতিহ্যবাহী রেসিপি
সাদা ভাত পোলাও ফ্রাইড রাইস এর সাথে একেবারে জমে যাবে

দই কাতলা (Dohi katla recipe in bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
দই কাতলা রেসিপি টি একটা ঐতিহ্যবাহী রেসিপি
সাদা ভাত পোলাও ফ্রাইড রাইস এর সাথে একেবারে জমে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ৬ টুকরো কাতলা মাছ
  2. ১০০গ্রাম টকদই
  3. ২টি বড়ো মাপের পেঁয়াজ বাটা
  4. ১২কোয়া রসুন বাটা
  5. ১টেবিল চামচ আদা বাটা
  6. ১চা চামচ গোলমরিচ গুড়ো
  7. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. ৮টি কাঁচা লঙ্কা (৪টি বাটা ও ৪টি চেরা)
  9. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  10. ১চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১চা চামচ লেবুর রস
  12. ২টি তেজপাতা
  13. ৪টি লবঙ্গ
  14. ২টি এলাচ
  15. ২" দারুচিনি
  16. ১টি গোটা শুকনো লঙ্কা
  17. ২৫ গ্রাম সরিষার তেল
  18. ১চা চামচ জিরে গুঁড়ো
  19. ৩টেবিল চামচ পোস্ত বাটা
  20. ১৫ টি কাজুবাদাম বাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ ও পাতিলেবুর রস মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রেখে দিলাম

  2. 2

    পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পোস্ত কাজুবাদাম সব আলাদা করে বেটে নিলাম টকদই ফাটিয়ে নিলাম ভালো করে

  3. 3

    কড়াইতে তেল গরম করে মাছ হাল্কা লাল করে ভেজে তুলে নিলাম

  4. 4

    ওই তেলে তেজপাতা এলাচ দারচিনি লবণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে এক এক করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে ফেটানো টক দই দিয়ে একটু কষিয়ে নিলাম

  5. 5

    কাজুবাদাম ও পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম

  6. 6

    পরিমাণ মতো জল দিয়ে নুন চিনি ও গরমমশলা গুড়ো দিয়ে নেড়ে মাছ গুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম

  7. 7

    ফুটে ঝোল বেশ ঘন হলে নামিয়ে নিলাম তৈরী আমার দই কাতলা

  8. 8

    পোলাও এর সাথে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jaba Sarkar Jaba Sarkar
Jaba Sarkar Jaba Sarkar @cook_16639408
Suri Birbhum

Similar Recipes