ছানার বড়া দিয়ে ছোলার ডাল (chanar bora diye cholar dal recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#ebook2 বাংলা নববর্ষ..... সকালের জলখাবার হিসেবে এই নিরামিষ ছোলার ডাল লুচি বা পরোটার সাথে দারুন যায়।

ছানার বড়া দিয়ে ছোলার ডাল (chanar bora diye cholar dal recipe in Bengali)

#ebook2 বাংলা নববর্ষ..... সকালের জলখাবার হিসেবে এই নিরামিষ ছোলার ডাল লুচি বা পরোটার সাথে দারুন যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্ৰাম ছোলার ডাল
  2. ১/২ কাপ ছানা
  3. ১ চা চামচ কর্নফ্লাওয়ার
  4. ৩ টেবিল চামচ সরষে তেল
  5. ২ টি তেজপাতা
  6. ২ টি শুকনো লঙ্কা
  7. ২ইঞ্চি দারচিনি
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১ চা চামচ কাশ্মীরি লন্কার গুঁড়ো
  12. স্বাদমতোনুন
  13. ১ চা চামচ চিনি (অপশনাল)
  14. ১ টি মাঝারি সাইজের টমেটো কুচি
  15. ২-৩ টি চেরা কাঁচা লঙ্কা
  16. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  17. ১ টেবিল চামচ ঘি
  18. ২ টেবিল চামচ কিসমিস আর ৭-৮ কাজু (ঘি তে ভেজে নেয়া)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ছানা একটি থালায় রেখে তাতে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ছানা থেকে ছোট ছোট বল তৈরি করতে হবে, বল গুলো যেনো ফেটে না যায়, এরপর ভেজে নিতে হবে।

  2. 2

    ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে, এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল ও নুন দিয়ে ডাল সেদ্ধ করে নিতে হবে, তবে যেন ডাল গলে না যায়। এবার কড়াইতে তেল দিয়ে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোঁড়োন দিয়ে তাতে আদা বাটা, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষে নিয়ে তাতে সেদ্ধ ডাল দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে।

  3. 3

    ডাল কিছুটা ঘন হয়ে এলে ছানার বড়া, ভাজা কাজু-কিসমিস, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো ও ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes