পর্দা বিরিয়ানী (porda biryani recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @cook_25196468

#ময়দা
আমি প্রথম এই রেসিপি টা করলাম ।তোমরা করে দেখ খেতে ভালোই লাগে,গ্রুপে এই রেসিপি টা দেখে খুব ইচ্ছে করছিল বানানোর,যখন দেখলাম ময়দার কিছু দিয়ে কম্পিটিশন এসে গেছে তখন আর দেরি না করে শুরু করে দিলাম আমার ইচ্ছেপূরণ করতে

পর্দা বিরিয়ানী (porda biryani recipe in Bengali)

#ময়দা
আমি প্রথম এই রেসিপি টা করলাম ।তোমরা করে দেখ খেতে ভালোই লাগে,গ্রুপে এই রেসিপি টা দেখে খুব ইচ্ছে করছিল বানানোর,যখন দেখলাম ময়দার কিছু দিয়ে কম্পিটিশন এসে গেছে তখন আর দেরি না করে শুরু করে দিলাম আমার ইচ্ছেপূরণ করতে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪জনের জন্যে
  1. ২০০ গ্রাম ময়দা
  2. ২৫০ গ্রাম বাসমতী চাল
  3. ৪টি ডিম
  4. ৫গ্রাম গোটা গরম মশলা
  5. ২টেবিল চামচ ঘি
  6. ২ চা চামচ বিরিয়ানী মশলা
  7. ৩টি পেঁয়াজ কুচি
  8. ১চা চামচ আদা বাটা
  9. ৩০০গ্রাম মটন
  10. ২টি বড় আলু
  11. ১টি বড় এলাচ
  12. ১চা চামচ জিরা
  13. ৩চা চামচ নুন
  14. ১চা চামচ হলুদ গুঁড়ো
  15. ২ ফোঁটা মিষ্টি আতর
  16. ১/২চা চামচ ফুড কালার
  17. ১/২চা চামচ মচ কালো জিরা
  18. ৪ টেশুকনো লঙ্কা
  19. ২চা চামচ লঙ্কা গুঁড়ো
  20. ১টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    ময়দা একটু ময়ান দিয়ে মেখে মণ্ড করে রেখে দাও।

  2. 2

    মটন ধুয়ে নুন হলুদ তেল লঙ্কা গুরো মাখিয়ে রাখ।

  3. 3

    সব শুকনো গোটা মশলা একটু শুকনো খোলাতে ভেজে গুড়িয়ে নাও।তার পরে মটন মাখিয়ে নাও।

  4. 4

    পিয়াজ কুচি কিছুটা নিয়ে ভেজে নিতে হবে।তারপরে বেটে নিয়ে মটন মাখিয়ে দাও।

  5. 5

    করাইয় তেল গরম করে মটন ছেড়ে দাও,অবশ্যই তেজপাতা ফোড়ন দেবে,ঢিমে আঁচ কষতে হবে ১০মিনিট পরে আদা রসুন লঙ্কা পিয়াজ বাটা দিয়ে কষিয়ে নাও যখন তেল ছেড়ে দেবে তখন নুন হলুদ দিয়ে প্রেসার কুকার সেদ্ধ করে নাও ঝোল থাকে না যেনো।

  6. 6

    অন্য দিকে ফুটন্ত জ্বলে নুন গোটা জিরা দিয়ে চাল ধুয়ে ছেড়ে দাও।ভাত হলে গেলে জল ঝরিয়ে রাখ।

  7. 7

    ঘি গরম হলে গোটা গরম মসলা দিয়ে অল্প পিয়াজ ভেজে,তার মধ্যে নুন চিনি বিরিয়ানী মশলা দিয়ে রাখো।

  8. 8

    এর পরে ভাত মসলা মটন একের উপরে একটা দিয়ে তার উপর মিষ্টি আতর আর ফুড কালার ছড়িয়ে ভালো করে মিশিয়ে নাও।

  9. 9

    একটি বড়ো মাইক্রো ওভেনের পাত্র নাও,ময়দা একটা বড়ো রুটির মত বেলে নিয়ে ওই পাত্রে রাখ,তার মধ্যে বিরিয়ানী ঢেলে মুখটা মুরে দাও,মাইক্রো ওভেনে ১৮০ ডিগ্রী হিট দিয়ে ২০মিনিট বেক করে নাও ।

  10. 10

    ওভেন থেকে বের করে উল্টে দাও,তার পরে কেটে নাও আর পরিবেশন করে দাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debjani Paul
Debjani Paul @cook_25196468

মন্তব্যগুলি (4)

Similar Recipes