স্কচ এগ (scotch egg recipe in Bengali)

Tanushree Mukherjee Roy
Tanushree Mukherjee Roy @cook_24215120
Birati,Kolkata

#kitchenalbela

ডিমের একটা নতুন ধরনের রেসিপি হল স্কচ এগ। বাচ্চা থেকে বড় সকলের কাছেই খুবই পছন্দের স্ন্যাকস।আর আমার কাছে এটা খুবই প্রিয় কারন খুব সহজে আর কম সময়ে এটি তৈরি করা যায়।

স্কচ এগ (scotch egg recipe in Bengali)

#kitchenalbela

ডিমের একটা নতুন ধরনের রেসিপি হল স্কচ এগ। বাচ্চা থেকে বড় সকলের কাছেই খুবই পছন্দের স্ন্যাকস।আর আমার কাছে এটা খুবই প্রিয় কারন খুব সহজে আর কম সময়ে এটি তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জনের জন্য
  1. ৩ টি ডিম
  2. ২০০ গ্রাম বোনলেস চিকেন
  3. ১/২ চা চামচ আদা বাটা
  4. ১/২ চা চামচ রসুন বাটা
  5. ১চা চামচসয়া সস
  6. ১চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  7. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. ১/৪চা চামচশাহী গরম মশলা গুঁড়ো
  9. ১/২চা চামচনুন
  10. ১/২চা চামচচিনি
  11. ১ টেবিল চামচলেবুর রস
  12. ১ টেবিল চামচমাখন(বাটার)
  13. ২৫গ্রামগ্রেটেড চিজ
  14. পরিমাণমতোধনেপাতা কুচি
  15. ১/২লিটারবরফ জল
  16. বাইরের মুচমুচে কোটিং-এর জন্য
  17. ১টাডিম
  18. ১/২কাপকর্নফ্লাওয়ার
  19. ৫০গ্রামব্রেড ক্রাম্ব
  20. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ২০০ গ্রাম বোনলেস চিকেনকে গ্রাইন্ডারে কিমা বানিয়ে নিতে হবে।

  2. 2

    এই কিমার মধ্যে ১/২ চা চামচ আদা বাটা,১/২ চা চামচ রসুন বাটা,১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো,১ চা চামচ গোলমরিচ গুঁড়ো,১ চা চামচ সয়াসস,১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো,১/২ চা চামচ নুন ও চিনি,১ টেবিল চামচ লেবুর রস,১ টেবিল চামচ বাটার,২৫ গ্রাম গ্রেটেড চিজ, ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে কভার করে ১৫-২০ মিনিট ফ্রিজারে রেখে দিতে হবে।

  3. 3

    মাঝখানের এই সময়ে ৩ টি ডিম ৫-৭ মিনিট সময় নিয়ে সিদ্ধ (বয়েল) করে নিতে হবে।

  4. 4

    সিদ্ধ ডিম গরম অবস্থায় সরাসরি বরফ জলে দিয়ে ৫মিনিট রেখে খোসা ছাড়িয়ে নিতে হবে।বরফ জলে রাখার জন্য খুব সুন্দর ভাবে খোসা ছাড়ানো যাবে।

  5. 5

    ২০ মিনিট পর ফ্রিজার থেকে ম্যারিনেট করা চিকেন বার করে নিতে হবে।

  6. 6

    এরপর একটা সমান জায়গায় ক্লিং রাপ বিছিয়ে তার উপর কিছুটা চিকেন কিমা দিয়ে আবার ক্লি়ং রাপ দিয়ে কভার করে ওই চিকেন কিমাকে রুটির মতো ফেলে নিতে হবে। যদি ক্রিং রাপ না থাকে সেখানে চিকেন কিমাকে গোল মন্ড করে পাতলা করে বেলে নিলেও হবে।

  7. 7

    এবার ওই পাতলা কিমার রুটির মধ্যে একটা সিদ্ধ ডিম নিয়ে আলতো হাতে ডিমের চারিদিকে কভার করে নিতে হবে।

  8. 8

    কিমা দিয়ে কভার করা ডিম গুলো কে এবার কোট করতে হবে তারজন্য একটা প্লেটে কর্নফ্লাওয়ার, একটা প্লেটে ব্রেড ক্রাম্বস এবং একটা বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে।এই ৩টি উপকরনের মধ্যেই পরিমাণ মতো নুন মিশিয়ে নিতে হবে।

  9. 9

    এবার কিমা দিয়ে কভার করা ডিম গুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারে তারপরে ফেটিয়ে রাখা ডিমে তারপরে ব্রেড ক্রাম্বসে একবার করে কোট করে নিতে হবে।

  10. 10

    প্যানে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে ডিম গুলোকে ভেজে (ডিপ ফ্রাই করতে হবে) পেপার টাওয়েলে তুলে নিতে হবে।

  11. 11

    স্কচ এগ রেডি। এটাকে গরম গরম টমেটো সস,মায়োনিজ এবং গ্রীন স্যালাড এর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanushree Mukherjee Roy
Tanushree Mukherjee Roy @cook_24215120
Birati,Kolkata
My Channel 👉https://www.youtube.com/channel/UCxtTjgqhYLqikQNUZFz7wyQ
আরও পড়ুন

Similar Recipes