জেব্রা/মারবেল কেক(zebra/marbel cake recipe in bengali)

Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)

কফি ফ্লেভার দিয়ে এই কেক খুব ভালো লাগে। ক্রিসমাশ মানে কেকের উৎসব হরেকরকম কেক হবে।এখন এই কেক বানালাম।

জেব্রা/মারবেল কেক(zebra/marbel cake recipe in bengali)

কফি ফ্লেভার দিয়ে এই কেক খুব ভালো লাগে। ক্রিসমাশ মানে কেকের উৎসব হরেকরকম কেক হবে।এখন এই কেক বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জন
  1. ২কাপময়দা
  2. ২টেবিল চামচকফি
  3. ২চা চামচগুঁড়ো চিনি
  4. ২চা চামচএসেন্স
  5. ২চা চামচবেকিংপাউডার
  6. ১চা চামচবেকিংসোডা
  7. ২টাডিম
  8. ১/২কাপদুধ
  9. ১কাপঘী/সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    ময়দা বেকিং পাউডার,বেকিংসোডা,চিনি,এসেন্স, মিক্স করে রাখলাম।এবার গ্ৰাইন্ডে ডিম ১/২কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে শুকনো উপকরনের সাথে মিশাতে হবে।সাদা ব্যাটার হলো।

  2. 2

    এবার একটি কাপে কফি আর চিনি২চাচামচ দিয়ে ১চাচামচ জল দিয়ে চামচ দিয়ে মিশিয়ে কালো কফি রং করে রাখতে হবে।

  3. 3

    এবার সাদা ব্যাটার অর্ধেক করে দুই বাটিতে ভাগ করে একটি সাদা ব্যাটারের সাথে কফি ব্যাটার টা মিলিয়ে দিতে হবে।

  4. 4

    এবার কেক বেকের বাটিতে ঘী শুকনো ময়দা দিয়ে গ্ৰিস করে রাখতে হবে।আর প্যান প্রি-হিটের জন্য গ্যাস লো ফ্লেমে রাখতে হবে।

  5. 5

    এবার কেকের বাটিতে এক চামচ সাদা আর এক চামচ কালো ব্যাটার বারেবারে মিশাতে হবে।আর সব ব্যাটার দেওয়ার পর বাটি টা ট্যাপ করে রাখতে হবে।

  6. 6

    এবার কেক বেকের জন্য প্যানে বসিয়ে দিতে হবে।২০মিনিট লো ফ্লেমে ২০মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর একবার চেক করে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  7. 7

    একটু ঠান্ডা হলে নামিয়ে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)
খেতে খুব ভালোবাসি।মায়ের হাতের যেকোনো রান্না বিশেষ প্রিয়।।
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Similar Recipes