রুই মাছের কালিয়া (rui maacher kalia recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#ebook2
অতিপরিচিত এবং সুস্বাদু একটি রান্না ।

রুই মাছের কালিয়া (rui maacher kalia recipe in Bengali)

#ebook2
অতিপরিচিত এবং সুস্বাদু একটি রান্না ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. ৪ টুকরো রুই মাছ
  2. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  3. ৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ১/২ কাপ টমেটো কুচি
  6. ২ টেবিল চামচ টক দই
  7. ১ চা চামচ জিরা গুঁড়া
  8. ১ চা চামচ হলুদ গুঁড়া
  9. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  11. ১ টা তেজপাতা
  12. ৪ টে এলাচ
  13. ৪ টে লবঙ্গ
  14. ১ ইন্চি দারুচিনি
  15. ২ টো গোটা সুকনো লঙ্কা
  16. ১/২ চা চামচ গোটা জিরা
  17. ১ চা চামচ গরম মসলা গুঁড়া
  18. ১ টেবিল চামচ ঘি
  19. ১/২ কাপ সর্ষে তেল
  20. পরিমাণ মতলবণ, চিনি
  21. ১/৪ কাপ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। তার পর ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    ওই তেলে পেঁয়াজ কুচি ভেজে তুলে নিতে হবে। এবার ১ টেবিল চামচ ঘি দিয়ে তেজপাতা, গোটা জিরা, সুকনো লঙ্কা আর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দেব।

  3. 3

    একটু কসানো হলে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ আর চিনি দিয়ে কসাব।যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে কসাব। এবার টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে দেব।

  4. 4

    টমেটো নরম হলে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে ভাজা মাছ গুলো দিয়ে দেব।

  5. 5

    একটু পরে ভাজা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব।

  6. 6

    একটু ফোটার পরে গ্রেভি থেকে তেল বেরিয়ে এলে গরম মসলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes